নয়াদিল্লি: করোনা মহামারীর আবহে চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। আজ অবশেষে প্রকাশিত হল IBPS-র PO, Clerk, SO পরীক্ষার ফলাফল। IBPS-র নিজস্ব ওয়েবসাইটে ibps.in ফলাফল দেখা যাবে।
ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন বা আইবিপিএসের তরফে জানানো হয়েছে, ফলাফল জেনে নেওয়ার পাশাপাশি পরীক্ষার্থীরা তাদের মার্কশিট ডাউনলোড করে নিতে পারবেন। মার্কশিট ডাউনলোড করার জন্য পরীক্ষার্থীদের ওয়েবসাইটে লগইন করতে হবে। দিতে হবে রেজিস্ট্রেশন নম্বর অথবা রোল নম্বর। সঙ্গে অবশ্যই পরীক্ষার্থীর জন্ম তারিখ জানিয়ে সাবমিট করতে হবে। তারপর স্ক্রিনে ফুটে উঠবে ফলাফল ও মার্কশিট। ইতিমধ্যেই পরীক্ষার্থীদের জন্য প্রভিশনাল রিজার্ভ লিস্ট ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। আগামী ৩০ জুন পর্যন্ত এই তালিকা দেখা যাবে বলে জানিয়েছে ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন।
জানা গিয়েছে, গত ২০১৯ সালের ডিসেম্বরে IBPS-র Clerk প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হয়। ওই বছর অক্টোবরে PO প্রিলিমিনারি ও নভেম্বরে মেন পরীক্ষা নেওয়া হয়েছিল। চলতি বছরের ১৮ জানুয়ারি IBPS-র Clerk মেন পরীক্ষা নেওয়া হয়।
কিভাবে দেখা যাবে ফলাফল?
PO পরীক্ষার ফলাফল দেখুন- https://www.ibps.in/crp-po-mt-viii/
Clerk পরীক্ষার ফলাফল দেখুন-https://www.ibps.in/crp-clerical-cadre-viii/
SO পরীক্ষার ফলাফল দেখুন-https://www.ibps.in/crp-specialist-officers-viii/
চাকরির খবর জানতে নজর থাকুক AajBikel.com-এর পাতায়…