সুখবর! ৫০ হাজার কর্মী নিয়োগ করবে অ্যামাজন, চাহিদা সামাল দিতে ঘোষণা

সুখবর! ৫০ হাজার কর্মী নিয়োগ করবে অ্যামাজন, চাহিদা সামাল দিতে ঘোষণা

নয়াদিল্লি: লকডাউনে বিপর্যস্ত চাকরির বাজারে বইল কিছুটা স্বস্তির হাওয়া৷ অনলাইন চাহিদার সঙ্গে সামঞ্জস্য রাখতে ভারতে ৫০ হাজার অস্থায়ী কর্মী নিয়োগ করার কথা ঘোষণা করল অ্যামাজন ইন্ডিয়া৷ 

এই ই-কমার্স সংস্থার অফিসিয়াল ব্লগে বলা হয়েছে, অনলাইন ক্রেতাদের চাহিদা সামাল দিতেই এই অস্থায়ী কর্মসংস্থান করা হয়েছে৷ ওই পোস্টে আরও বলা হয়েছে, ‘‘গ্রাহকদের দেওয়া অর্ডার আরও সুপরিকল্পিত ভাবে ও দক্ষার সঙ্গে প্যাক, শিপ এবং ডেলিভার করতে সারা দেশে হাজার হাজার অ্যামাজন ইন্ডিয়ার ডেলিভারি নেটওয়ার্কের সঙ্গে জোট বেধে কাজ করবে সংস্থা৷’’ 

চতুর্থ পর্যায়ে অনেকটাই শিথিল লকডাউন৷ ছাড় দেওয়া হয়েছে অনলাইন ডেলিভারিতেও৷ ছাড় মিলতেই অনলাইন চাহিদা অনেকটাই বৃদ্ধি পেয়েছে৷ এই সুযোগে ভারতে অনলাইন ফুড ডেলিভারির ব্যবসাতে পা দিতে চলেছে অ্যামাজন। আপাতত বেঙ্গালুরুর নির্বাচিত কিছু পিনকোড দিয়ে কাজ শুরু করবে এই মার্কিন ই-কমার্স সংস্থা। আগামী দিনে সারা ভারতেই এই পরিষেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অ্যামাজন কর্তৃপক্ষ। ২০২৫ সালের মধ্যে ভারতে ১০ লক্ষ কর্মসংস্থানের প্রতিশ্রুতি করেছে জেফ বেজোসের সংস্থা। এর অংশ হিসেবেই আপাতত দেশে ৫০ হাজার অস্থায়ী নিয়োগ করবে অ্যামাজন।

অন্যদিকে, ভারতে ডিজিটাল হোয়াইটবোর্ড সারফেস হাব ২এস লঞ্চ করল মাইক্রোসফট এবং বাজারে দুটি নতুন ফোন নিয়ে এল মটোরোলা৷  মাইক্রোসফটের এই ডিজিটাল হোয়াইট বোর্ডের দাম ১১,৮৯,৯৯৯ টাকা৷ এতে আছে সারফেস হাব ২ ক্যামেরা এবং সারফেস হাব ২ পেন৷ এটি যে কোনও অনুমোদিত হাব রিসেলারে পাওয়া যাবে৷ এই ডিভাইসে আছে ৫০ ইঞ্চি ৪কে মাল্টি-টাচ ডিসপ্লে৷ রয়েছে উইনডো ১০ অপারেটিং সিস্টেম৷ মাইক্রোসফটের দাবি, আগের তুলনায় এই নয়া ডিভাইস ৪০ শতাংশ হালকা এবং ৫০ শতাংশ দ্রুতগতি সম্পন্ন৷ 

মটোরোলা বাজারে নিয়ে এল Motorola Edge+ ফোন৷ অ্যানড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমে চলবে এই ফোন। ফোনের ভিতরে রয়েছে শক্তিশালী Snapdragon ৮৬৫ প্রসেসর, ১২জিবি RAM এবং ২৬৫ জিবি ইন্টারনাল স্টোরেজ৷ Motorola Edge+ ফোনে রয়েছে 108 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা৷ দাম ৭৪,৯৯৯ টাকা৷ আরও একটি ফোন তারা নিয়ে এসেছে৷ সেটি হল Moto G8 Power Lite৷ এর দাম ৮,৯৯৯ টাকা৷ ফ্লিপকার্টে মিলবে এই ফোন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *