গ্রুপ-ডি পদে নিয়োগের দাবিতে সোশ্যাল মিডিয়ায় বিক্ষোভ প্রার্থীদের

গ্রুপ-ডি পদে নিয়োগের দাবিতে সোশ্যাল মিডিয়ায় বিক্ষোভ প্রার্থীদের

কলকাতা:  করোনা আবহে সামাজিক দূরত্বের নিয়মে প্রতিবাদের অন্যতম মঞ্চ হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া৷ চাকরির দাবিতে সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হচ্ছেন চাকরি প্রার্থীরা৷ রাজ্যে বিভিন্ন পদে দীর্ঘদিন ধরে থমকে রয়েছে একাধিক নিয়োগ প্রক্রিয়া৷ এবার ওয়েস্ট বেঙ্গল গ্রুপ-ডি রিক্রুটমেন্ট বোর্ড (WBGDRB)-এর ২০১৭ সালের ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের দ্রুত নিয়োগের দাবিতে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে চলল প্রতীকী আন্দোলন৷ নিয়োগের দাবিতে উঠল প্রতিবাদের ঝড়৷ 

গত ২৫ মে WBGDRB-২০১৭ গ্রুপ-ডি  ওয়েটিং প্রার্থীদের ডাকে সারা রাজ্য ব্যাপী ‘প্রতীকী আন্দোলনের’ আয়োজন করা হয়েছিল। আন্দোলনকারীরা জানান, এনআরসি, ক্যাগের পর কোভিড-১৯ সংক্রমণ এবং অতি সম্প্রতি উম্পুনের জেরে থমকে গিয়েছিল আন্দোলন কর্মসূচি৷ তাই সোমবার ফেসবুক, হোয়াটসঅ্যাপের মাধ্যমেই প্রতীকী আন্দোলন চালান তাঁরা৷

প্রার্থীদের দাবি, দীর্ঘদিন ধরে নিয়োগের দাবিতে তাঁরা WBGDRB দফতর এবং P&AR দফতরে হন্যে হয়ে ঘুরেও কোনও ফল হয়নি৷ বার বার এই দুই দফতরের আধিকারিকদের সঙ্গে যোগাযোগও করেন তাঁরা৷ কিন্তু এখন পর্যন্ত এই দুই দফতরের আধিকারিকদের কাছ থেকে কোনও আশার কথা শোনা যায়নি৷ এই পরিস্থিতিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল। আন্দোলনকারী সুব্রত দেবপ্রধান বলেন, ‘‘আমরা দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার৷ অবহেলিত হতে হচ্ছে আমাদের। আমাদের বেকারত্ব ও দারিদ্রতা নিয়ে তামাশা করছে সরকার৷ মেধার ভিত্তিতে ওয়েটিং লিস্টে থাকা সত্ত্বেও বেশ কিছু দফতরে অস্থায়ী নিয়োগ করা হয়েছে। কিন্তু কাদের নেওয়া হল, কীভাবে নেওয়া হল, তা সবটাই ধোঁয়াশা৷’’

সোমবারের ওই কর্মসূচিতে সরকারপক্ষকে কোনও ই-মেল বা ট্যুইট করে ব্যতিব্যস্ত করতে চাননি প্রার্থীরা৷ তাঁরা বলেন, ‘‘এই অস্থির পরিস্থিতির মধ্যে আমরাও সরকারকে বিব্রত করতে চাই না৷ তাই মানবিক দৃষ্টিভঙ্গি থেকেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে সকল গ্রুপে  আমাদের অসহায়তার ও বঞ্চনার প্রচার চালিয়েছি আমরা৷ আমাদের  দ্রুত  নিয়োগের ব্যবস্থা করুন, বেকারত্ব থেকে মুক্তি দিন, দারিদ্রতা থেকে মুক্তি দিন।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *