কলকাতা: উত্তরকাশীর টানেলে আটকে পড়া ৪১ জন শ্রমিককে উদ্ধার করে আনতে গতকাল রাত থেকেই শুরু হয়ে গিয়েছিল ‘ম্যানুয়াল ড্রিল’। তার আগে ‘ভার্টিকাল ড্রিল’ করে এগোতে শুরু করেছিল উদ্ধারকারী দল। উত্তরকাশীর টানেলে উদ্ধারকাজে অগার মেশিন খারাপ হওয়ার পর একই সঙ্গে দু’দিক থেকে শুরু হয় আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের প্রচেষ্টা৷ মঙ্গলবার সকালে মাইক্রো টানেলিং বিশষজ্ঞ ক্রিস কুমার বলেন, ‘‘গতকাল রাতে ভালো গতিতে কাজ এগিয়েছে। আমরা ৫০ মিটার অতিক্রম করে ফেলেছি৷ আর মাত্র ৫ থেকে ৬ মিটার পথ এগোতে হবে আমাদের। গতরাতে আর কোনও সমস্যায় পড়তে হয়নি।’’
গতরাতে ১২ জন বিশেষজ্ঞ এবং ছয় শ্রমিককে নিয়ে শুরু হয় ‘ম্যানুয়াল ড্রিল’। সেই পদ্ধিতে এখনও পর্যন্ত ২ মিটার গর্ত করা গিয়েছে। এদিকে ভার্টিকাল ড্রিল করে শ্রমিকদের কাছে পৌঁছতে পাহাড়ের উপর থেকে খুঁড়তে হত ৮৬ মিটার। এর মধ্যে এখনও পর্যন্ত ৪০ শতাংশ পথ পার করা গিয়েছে বলে জানা গিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন খুব শীঘ্রই শ্রমিকদের কাছে পৌঁছানো সম্ভব হবে৷