kashmiri students
শ্রীনগর: বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছে ভারতকে। টানা ১০ ম্যাচ অপরাজিত থাকার পর ভারত যে ওইভাবে ফাইনাল হেরে যাবে তা কোনও দেশবাসীই কল্পনা করতে পারেনি। কিন্তু অবশেষে সেটাই হয়েছে। এই নিয়ে দেশজুড়ে বেশ কিছু দিন কার্যত মৌনতা ছিল। কিন্তু একটা জায়গায় ভারতের হারে উচ্ছ্বাস হয়েছে, সেখানে দেশবিরোধী স্লোগানও দেওয়া হয়েছে। আর তার জন্য গ্রেফতার হয়েছেন ৭ জন।
জম্মু ও কাশ্মীর থেকে ৭ জন পড়ুয়াকে ভারতের হারে উল্লাস এবং ভারতবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগে গ্রেফতার করেছেন কাশ্মীর পুলিশ। তাদের সকলের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ও ইউএপিএ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। ওই পড়ুয়ারা শের-ই কাশ্মীর কৃষিবিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে জানা গিয়েছে। তবে এই গ্রেফতারি নিয়ে জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ও ওমর আবদুল্লা সরব হয়েছেন। কেন পড়ুয়াদের গ্রেফতার করা হল তা জানতে চেয়েছেন তারা।
তাঁদের বক্তব্য, কয়েকজন পড়ুয়া অস্ট্রেলিয়ার জয় উদযাপন করেছে। এতে সমস্যা হওয়ার কথা নয়। দেশের প্রধানমন্ত্রীও খেলা দেখতে গেলে যারা ভালো খেলে তাদের হয়ে উল্লাস করেছেন এবং বিপক্ষ দলেরও প্রশংসা করেছেন। আর জম্মু-কাশ্মীরে সব স্বাভাবিক থাকা সত্ত্বেও কয়েকজন পড়ুয়া অস্ট্রেলিয়াকে সমর্থন করেছে বলে এতকিছু। তবে পুলিশ জানিয়েছে, পড়ুয়াদের পাকিস্তানের সমর্থনে স্লোগানও দিতে নাকি দেখা গিয়েছে।