সরকারি অফিসে দেরি হলেও ‘লাল কালি’ নয়, ছাড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

সরকারি অফিসে দেরি হলেও ‘লাল কালি’ নয়, ছাড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

 

কলকাতা: এখনও সচল হয়নি গণপরিবহণ ব্যবস্থা৷ আর এই পরিস্থিতির মধ্যে আগামী ৮ জুন থেকে কীভাবে দফতরে যাবেন সরাকরি কর্মচারীরা? রাজ্য কর্মচারী মহলের উদ্বেগ কাটিয়ে এবার বড়সড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

পর্যাপ্ত বাস নেই৷ গণপরিবহণ ব্যবস্থা এখনও সচল হয়নি৷ আর সেই কারণে এবার সরকারি অফিসে ঢুকতে দেরি হলে হাজিরা খাতায় পড়বে না লাল কালি৷ এমনই আশা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

আজ নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সরকারি কর্মচারীদের জন্য স্বস্তির খবর শুনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ জানিয়েছেন, ‘‘এখন যেহেতু সমস্ত গণপরিবহণ ব্যবস্থা চালু হয়নি৷ তাই আপনি যদি মনে করেন, আপনার ১০টায় না গেলে লাল কালির দাগ পড়বে, এই লাল কালি আমরা এক মাস ফেলব না৷ এইটুকু আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি৷ আমি আপনাদের অ্যাবসেন্ট করব না৷ লাল কালি ফেলব না৷ আপনি আপনার সময় মত আসুন৷’’

মুখ্যমন্ত্রীর আরও ঘোষণা, যদি আধ,একঘণ্টা দেরি হয়, এটা বিভাগ মানবিকতার খাতিরে দেখে নেবে৷ মেট্রো কিংবা লোকাল ট্রেন তো চলছে না৷ করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে আমাদের ৭০% অফিসে কাজ চলছে অল্টারনেটিভ ডে হিসাবে৷ সবাই যদি এটা মেনে নেন, যেহেতু এখনও তো সবকিছু তো আর সচল হয়নি৷ সুতরাং যে অচলতার মধ্যে দিয়ে সচলতা ফিরে এসেছে, তাতে একটু সময় লাগবে৷’’

যদিও আগেই আজ বিকেল ডট কমের তরফ সরকারি কর্মচারীদের অফিসে হাজিরা নিয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করেছিল৷ সরকারি অফিস খুললেও এখনও গণপরিবহন ব্যবস্থা সচল না হলে কর্মচারীরা কীভাবে অফিসে যাবেন তা নিয়ে চিন্তিত হয়ে উঠেছিলেন কর্মচারী মহলের একাংশ৷ এবার কর্মচারীদের সেই দুশ্চিন্তা কার্যত কাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ করোনা আবহে এবার আগামী এক মাসের জন্য রাজ্য কর্মচারীদের জন্য বড় ছাড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী৷

মুখ্যমন্ত্রীর ঘোষণার পর কনফেডারেশন অব স্টেট গভর্মেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদ মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, ‘‘দেরি তো হবেই৷ কারণ গণ-পরিবহণ ব্যবস্থার অচলাবস্তা মানুষ সচক্ষে দেখছেন৷ তার পর যদি কর্মচারীদের লাল কালির দাগ লাগে, সেই ব্যর্থতা কর্মীদের নয় সরকারের৷ অর্থাৎ, এই দেরির জন্য সরকার দায়ী৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *