worker
দেরাদুন: উত্তরকাশীর সেই সুড়ঙ্গ থেকে একজন শ্রমিককে বের করে আনা হল। ১৬ দিন পর অবশেষে বড়সড় স্বস্তির খবর শুনল দেশ। এদিন রাত ৭টা ৫৩ নাগাদ ৪১ জনের মধ্যে একজন শ্রমিককে বের করে আনা হয়েছে ওই সুড়ঙ্গ থেকে। সকলকে উদ্ধার করতে অন্তত আড়াই-তিন ঘণ্টা সময় লাগবে বলে অনুমান করা হচ্ছে। সুড়ঙ্গের বাইরে স্থানীয় প্রশাসন থেকে শুরু করে শ্রমিকদের পরিবার এবং গ্রামবাসীরা প্রস্তুত আছেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হামাগুড়ি দিয়ে সুড়ঙ্গ থেকে বাইরে আসার ক্ষমতা নেই শ্রমিকদের। তাই চাকা লাগানো ট্রলি ব্যবহার করে তাদের বার করে আনা হচ্ছে। দীর্ঘ ১৭ দিন সুড়ঙ্গে আটক থাকার কারণে তাঁরা শারীরিক ভাবে আর সক্ষম নন। হামাগুড়ি দিয়ে বার করার চেষ্টা করা হলে তারা আহত হতে পারেন। এই কারণেই এই ব্যবস্থা। সুড়ঙ্গের বাইরে রাখা হয়েছে একাধিক অ্যাম্বুল্যান্স। সুড়ঙ্গ থেকে শ্রমিকদের বের করা গেলেই তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হবে।
জানা গিয়েছে, মোট ৪১টি অ্যাম্বুল্যান্স রাখা আছে বলে জানানো হয়েছে, পাশাপাশি ৪১টি শয্যা প্রস্তুত রাখা হয়েছে। কোনও শ্রমিকের অবস্থার অবনতি হলে তাঁকে চপারে করে নিয়ে গিয়ে ভর্তি করানো হবে হাসপাতালে। সুড়ঙ্গের ভিতরে ঢুকেছেন জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যেরা।