উদ্ধার হওয়া ৪১ শ্রমিকের জন্য একাধিক ঘোষণা, যা জানালেন মুখ্যমন্ত্রী

উদ্ধার হওয়া ৪১ শ্রমিকের জন্য একাধিক ঘোষণা, যা জানালেন মুখ্যমন্ত্রী

worker

দেরাদুন: ৪০০ ঘণ্টা কী ভাবে কেটেছে একমাত্র তারাই জানেন। ১৭ দিন পর উত্তরকাশীর সুড়ঙ্গ থেকে মুক্তি পাওয়ার পর ৪১ জন শ্রমিকরা যেন নতুন জীবন পেয়েছেন। শারীরিকভাবে তাদের ধকল তো গিয়েছেই, মানসিকভাবে তারা আরও বেশি বিধ্বস্ত। এই প্রেক্ষিতেই প্রত্যেক শ্রমিকের মানসিক স্থিতি যাতে স্বাভাবিক থাকে তার চেষ্টা করছে উত্তরাখণ্ড সরকার। তাই রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামী শ্রমিকদের জন্য বেশ কিছু ঘোষণা করেছেন।

সরকারের তরফ থেকে জানানো হয়েছে, সুড়ঙ্গে আটকে থাকা প্রত্যেক শ্রমিক ১ লক্ষ টাকা করে পাবেন। এছাড়া তাঁরা ১৫ থেকে ২০ দিন ছুটি নিয়ে বাড়ি যেতে পারবেন। সুড়ঙ্গ থেকে তাঁদের বের করে আগে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছিল। চিকিৎসকরাই জানিয়েছেন, তারা যে পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছেন তাতে অসামান্য মানসিক চাপ সহ্য করতে হয়েছে। তাই তাঁদের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা খুবই জরুরি। আর তাই পরিবারের সঙ্গে সময় কাটানোর থেকে ভালো কিছু হতে পারে না। এর পরেই মঙ্গলবার রাতে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ধামী জানান, ১৫ দিনের ছুটি নিয়ে শ্রমিকেরা বাড়ি যেতে পারবেন। 

প্রসঙ্গত, হামাগুড়ি দিয়ে সুড়ঙ্গ থেকে বাইরে আসার ক্ষমতা ছিল না শ্রমিকদের। তাই চাকা লাগানো ট্রলি ব্যবহার করে তাদের বার করে আনা হয়। দীর্ঘ ১৭ দিন সুড়ঙ্গে আটক থাকার কারণে তাঁরা শারীরিক ভাবে আর ততটা সক্ষম ছিলেন না। হামাগুড়ি দিয়ে বার করার চেষ্টা করা হলে তারা আহত হতে পারতেন। এই কারণেই এই ব্যবস্থা নেওয়া হয়েছিল।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *