শিক্ষক নিয়োগের দাবিতে SSC-র দফতরে গণ ই-মেল আপার প্রার্থীদের

শিক্ষক নিয়োগের দাবিতে SSC-র দফতরে গণ ই-মেল আপার প্রার্থীদের

 

কলকাতা:  গেজেট বা নিয়োগ বিধি লঙ্ঘনের অভিযোগে গত সাত বছরে একাধিকবার থমকে গিয়েছে উচ্চ-প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া৷ এই ইস্যুতে স্কুল সার্ভিস কমিশনকে কাঠগড়ায় তুলে ‘গেজেট পাঠাও, গেজেট পড়াও’ গণ ই-মেল কর্মসূচি নিল আপার প্রাইমারি সংগ্রামী মঞ্চের সদস্যরা৷

অভিযোগ, স্কুল সার্ভিস কমিশনের চূড়ান্ত গাফিলতির কারণে উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সাত বছর ধরে থমকে রয়েছে৷ নিয়োগ বিধি না মানায় বহুবার হোঁচট খেয়েছে নিয়োগ পক্রিয়া৷ দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আদালতের নির্দেশে প্রকাশিত হয় মেধা তালিকা। কিন্তু এই মেধা তালিকাতেও ছিল বিস্তর অসঙ্গতি৷ দেখা গিয়েছে, ইন্টারভিউতে ডাক পাওয়া সমস্ত প্রার্থীর নাম মেধা তালিকায় নেই। টেট ও অ্যাকাডেমিক স্কোরের ক্ষেত্রেও রয়েছে ভুরি ভুরি অনিয়ম। বিষয় ও ক্যাটাগরি ভিত্তিক প্রার্থী ও শূণ্যপদের ১: ১.৪ অনুপাত মানা হয়নি বলেও অভিযোগ৷

এছাড়াও গত সাত বছরের শূণ্যপদ ও নতুন স্কুলগুলিতে অনুমোদিত ৫,১০৮টি ফাঁকা পদে চূড়ান্ত শূন্যপদের তালিকায় যুক্ত হয়নি৷ মেধাতালিকা প্রস্তুত করার ক্ষেত্রেও গেজেট বা নিয়োগ বিধিকে মান্যতা দেওয়া হয়নি৷ নিয়োগ প্রক্রিয়ায় যে অসঙ্গতিগুলি রয়েছে, সেগুলির দ্রুত সংশোধনের দাবি জানিয়েছে আপার প্রাইমারি সংগ্রামী মঞ্চ৷ তাঁদের দাবি, গেজেট অনুসারে এই বিষয়ে যাবতীয় অসঙ্গতি দূর করে দ্রুত মামলার নিষ্পত্তি করা হোক৷ অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া শুরু করার দাবিতে তাঁরা শুরু করেছে প্রোটেস্ট ফ্রম হোম৷

এছাড়াও তাঁদের অভিযোগ, কোনও পদে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থী না পাওয়া গেলে গেজেট অনুযায়ী সেই শূণ্যপদে প্রশিক্ষণহীন প্রার্থী নিয়োগ করা যায়৷ কিন্তু চাকরি প্রার্থীদের অভিযোগ, বেশকিছু ক্ষেত্রে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থী না পাওয়া গেলেও প্রশিক্ষণহীনদের ডাকেনি কমিশন৷ ফলে সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন তাঁরা৷ চাকরি প্রার্থীদের দাবি, ওই সমস্ত শূণ্যপদে গেজেট অনুযায়ী প্রশিক্ষণহীনদের ডাকুক কমিশন৷

প্রতিবাদের অঙ্গ হিসাবে স্কুল সার্ভিস কমিশনে গেজেট তথা নিয়োগবিধি গণ ই-মেলের কর্মসূচি নেওয়া হয়েছে৷ শুক্রবার ৫ জুন স্কুল সার্ভিস কমিশনে ‘গেজেট পাঠাও, গেজেট পড়াও’ কর্মসূচিতে অংশ নিয়েছেন আপার প্রাইমারি সংগ্রামী মঞ্চের প্রতিটি সদস্য৷ আপার প্রাইমারি সংগ্রামী মঞ্চের পক্ষে অর্পিতা প্রামানিক, অষ্টাপদ শাসমল, অপূর্ব ঘোষ, দেবাশীষ মুদি জানান, গণ ই-মেলের পাশাপাশি গাছ লাগিয়ে পরিবেশ সচেতনতার বার্তাও দেওয়া হয়েছে৷ তাঁদের কথায়, সুস্থ পরিবেশের জন্য যেমন বৃক্ষরোপণ জরুরি, তেমনই সুস্থ সমাজের জন্য শিক্ষক নিয়োগও জরুরি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + 18 =