সেনাবাহিনীতে আসছে আরও ‘তেজস’-‘প্রচণ্ড’, মিলল ছাড়পত্র

সেনাবাহিনীতে আসছে আরও ‘তেজস’-‘প্রচণ্ড’, মিলল ছাড়পত্র

tejas

কলকাতা: ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও মজবুত করতে বায়ুসেনায় আসতে চলেছে অতিরিক্ত ৯৭টি তেজস যুদ্ধবিমান এবং ১৫৬টি প্রচণ্ড হেলিকপ্টার। বৃহস্পতিবার প্রতিরক্ষা মন্ত্রকের ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল-এর তরফে এই সংক্রান্ত ছাড়পত্র দেওয়া হয়েছে৷ পাশাপাশি বায়ুসেনার হাতে থাকা ৮৪টি সুখোই-৩০এমকেআই যুদ্ধবিমানকে আরও আধুনিক করে তোলার প্রস্তাবেও অনুমোদন দেওয়া হয়েছে। এর জন্য প্রায় ১ লক্ষ ৬০ হাজার কোটি টাকার চুক্তি হতে পারে বলে জানা যাচ্ছে। 

সূত্রের খবর, ভারতীয় বায়ুসেনার জন্য আনা হচ্ছে তেজস মার্ক ১-এ যুদ্ধবিমান। অন্যদিকে, বায়ুসেনার পাশাপাশি সেনার কাজে সাহায্য করবে প্রচণ্ড কপ্টার। উল্লেখ্য, তেজস মার্ক ১-এ যুদ্ধবিমান এবং প্রচণ্ড হেলিকপ্টার সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তৈরি। তেজস ও প্রচণ্ডের নির্মাতা হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড (হ্যাল)। তবে ছাড়পত্র মিললেও এখনও যুদ্ধবিমান ও কপ্টার হাতে পাবে না বায়ুসেনা ও সেনা৷ এর জন্য কমপক্ষে আরও ১০ বছর অপেক্ষা করতে হবে। ছাড়পত্র মেলার পর নির্মাণকারী সংস্থার সঙ্গে চুক্তি করবে সরকার। সেখানে চূড়ান্ত মূল্য ধার্য হবে। তারপরেই চূড়ান্ত সংকেত দেবে প্রতিরক্ষা সংক্রান্ত ক্যাবিনেট কমিটি৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *