রামলালার ‘প্রাণপ্রতিষ্ঠা’, অযোধ্যায় আকাশ ছুঁয়েছে হোটেলের দাম, জানেন কত?

রামলালার ‘প্রাণপ্রতিষ্ঠা’, অযোধ্যায় আকাশ ছুঁয়েছে হোটেলের দাম, জানেন কত?

hotel

কলকাতা: ইংরেজি বর্ষবরণের সঙ্গে সঙ্গেই অযোধ্যায় শুরু হয়ে যাবে উৎসব৷ কারণ, আগামী জানুয়ারি মাসেই অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন হবে বলে ঘোষণা করা হয়েছে৷  সেই উৎসবে সামিল হতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হবে ভক্ত সমাগম৷ সেই ধাক্কায় এখন থেকে হোটেল ভাড়া চড়া৷ না কোনও বহুজাতিক বিলাসবহুল হোটেল নয়, সাধারণ হোটেলেই দু’রাত থাকার খরচ এখন এক লক্ষ ৩০ হাজার টাকা! আগামী বছর ২১ থেকে ২৩ জানুয়ারি রাত্রিবাসের জন্য এই টাকাই নিচ্ছেন সাধারণ হোটেলের মালিকেরা।

আগামী ২২ জানুয়ারি রামলালার ‘প্রাণপ্রতিষ্ঠা’ অনুষ্ঠান। যোগ দেবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই উপলক্ষেই অযোধ্যা এবং ফৈজাবাদ জেলার হোটেল মালিকেরা এক লাফে ভাড়া বাড়িয়ে দিয়েছেন। তাঁদের কথায়, ‘রামলালার কৃপায়’ বহু দিন পর ব্যবসা লাভের মুখ দেখেছে তাঁরা। এমনি সময়ে হোটেলে যে ঘরের ভাড়া দিনে তিন হাজার টাকা, জানুয়ারি মাসে তারই দাম ৩৫ হাজার টাকা। হোটেলের ঘর ভাড়া প্রায় ২০ গুণ বাড়িয়ে দিয়েছেন হোটেল মালিকেরা। তবে হোটেলের ভাড়া যতই বৃদ্ধি পাক, ঘর কিন্তু খালি নেই। অগত্যা দর্শনার্থীরা খুঁজছেন ধর্মশালা, অতিথিনিবাস।  তবে হোটেলের পাশাপাশি, সরযূর তীরে ‘তাঁবুর শহর’ গড়ে তুলছে উত্তর প্রদেশ সরকার৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − seven =