একাধিক শূন্যপদে শিক্ষক নিয়োগের ঘোষণা, সহকারী অধ্যাপক পদেও

একাধিক শূন্যপদে শিক্ষক নিয়োগের ঘোষণা, সহকারী অধ্যাপক পদেও

আগরতলা : করোনা মহামারীর আবহে চাকরিপ্রার্থীদের জন্য সুখবর শোনাল ত্রিপুরা সককার৷ স্কুল ও কলেজে বিভিন্ন শূন্যপদে শিক্ষক নিয়োগের ঘোষণা করা হয়েছে৷

ত্রিপুরা সরকারের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ জানিয়েছেন, স্কুলে ৩৩৭ শূন্যপদে শিক্ষক নিয়োগ করা হবে৷ ৪০টি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ করা হবে বলেও জানিয়েছেন তিনি৷ জানানো হয়েছে, মাধ্যমিক স্তরের ১৭৫টি শূন্যপদে স্নাতক শিক্ষক নিয়োগ করা হবে৷ ৬৫ শূন্যপদে স্নাতকোত্তর শিক্ষক নিয়োগ হবে৷ প্রাথমিকে ৪২ শূন্যপদে উচ্চ মাধ্যমিক ও ১৫ শূন্যপদে স্নাতক শিক্ষক নিয়োগ করা হবে৷ কলেজে ৪০টি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ করা হবে৷ শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করার জন্য ত্রিপুরা রিক্রুটমেন্ট বোর্ডকে নির্দেশ পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি৷

লতি বছরের ৩১ মে পর্যন্ত ত্রিপুরা সরকারের কেরিয়ার পোর্টালে নাম নথিভুক্ত করেছেন মোট ১ লক্ষ ৯০ হাজার ২৭৮ জন চাকরিপ্রার্থী৷ ৫৪ হাজার ৩৮৩ জন চাকরিপ্রার্থীর শিক্ষাগত যোগ্যতা রয়েছে দশম শ্রেণি পাস৷ ৯ হাজার ৭৩৭ জনের অষ্টম শ্রেণি পাসের শিক্ষাগত যোগ্যতা রয়েছে৷ ১৮ হাজার ০৭৪ জনের রয়েছে নবম ও ৫৪ হাজার ৩৮৩ জনের রয়েছে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা৷ মাত্র ১ হাজার ৬৫৯ জনের রয়েছে একাদশ শ্রেণির যোগ্যতা৷ দ্বাদশ শ্রেণি পাস করেছেন ৫০ হাজার ৪৩৩ জন৷ ৪০ হাজার ৪৪৫ জন স্নাতক, ১০ হাজার ০৬৫ জনের রয়েছে স্নাতক ডিগ্রি৷ ৪৪ জনের রয়েছে স্নাতকোত্তর ডিপ্লোমা ডিগ্রি৷ মাত্র ১১৩ জনের কাছে রয়েছে পিএইচডি ডিগ্রি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + seven =