‘রাস্তার ধারের আমিষ দোকান বন্ধ করুন’, ক্ষমতায় আসতেই পুলিশকে নির্দেশ রাজস্থানের BJP বিধায়কের

‘রাস্তার ধারের আমিষ দোকান বন্ধ করুন’, ক্ষমতায় আসতেই পুলিশকে নির্দেশ রাজস্থানের BJP বিধায়কের

rajasthan

জয়পুর: রাজস্থান হাত ছাড়া কংগ্রেসের৷ সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। ক্ষমতা বদল হতেই পাল্টাতে শুরু করেছে ছবি৷ রাস্তার ধারের সব আমিষ খাবারের দোকান বন্ধ করে দেওয়ার নিদান দিলেন নবনির্বাচিত বিজেপি বিধায়ক বালমুকুন্দ আচার্য। রাজস্থান বিধানসভা নির্বাচনে জয়পুরের হাওয়ামহল আসন থেকে জয়ী হয়েছেন বালমুকুন্দ। বিধায়ক হওয়ার পর দিনই অর্থাৎ, সোমবার পুলিশের উদ্দেশে তার নির্দেশ, রাস্তার ধারে বসা আমিষ দোকানগুলি বন্ধ করা হোক৷ 

সোমবার এক উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলতে দেখা যায় বালমুকন্দকে৷ তিনি বলেন, ‘‘রাস্তার উপর প্রকাশ্যে আমিষ বিক্রি করা যায়? হ্যাঁ বা না-তে উত্তর দিন। রাস্তার পাশের সব আমিষ দোকান অবিলম্বে বন্ধ হওয়া উচিত। আমি সন্ধ্যায় আপনার কাছ থেকে রিপোর্ট নেব।’’ এই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই নেটপাড়ায় ভাইরাল হয়েছে। যেকে কেন্দ্র করে হইচই পড়েছে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + nineteen =