নয়াদিল্লি: বছর ঘুরলেই লোকসভা ভোট৷ কিন্তু প্রশ্ন হল কবে? কারণ, বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, ভোট ঘোষণা হতে বাকি আর মাত্র ৬০ দিন। সবকিছু ঠিক থাকলে ফেব্রুয়ারি মাসের গোড়াতেই লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে যাবে৷ কেন্দ্রীয় সরকারের শীর্ষ সূত্রের খবর, ২০২৪-এর লোকসভা নির্বাচন এক মাস এগিয়ে আনা হতে পারে৷ সেক্ষেত্রে ভোট পর্ব শুরু হয়ে যাবে মার্চ মাস থেকেই৷
এদিকে, বছরের শুরুতেই অযোধ্যায় উদ্বোধন হবে রামলালার মন্দির৷ আগামী ২২ জানুয়ারি রামমন্দিরের উদ্বোধনের সঙ্গে সঙ্গে উস্কে দেওয়া হবে হিন্দুত্বের ভাবাবেগ৷ এর পরেই রয়েছে বাজেট৷ আগামী ১ ফেব্রুয়ারি ভোটের বছরের বাজেট বা ‘ভোট-অন-অ্যাকাউন্ট’ পেশ করবে নরেন্দ্র মোদী সরকার। ওই বাজেটে মধ্যবিত্তদের মনে পেতে যে মরিয়া প্রয়াস চালানো হবে, তা বলাই বাহুল্য৷ আয়করে ছাড়-সহ নানা জনমুখী ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে। পাঁচ-ছয় দিনের বাজেট অধিবেশন চলার পরই লোকসভা ভোট ঘোষণা হয়ে যেতে পারে।
২০১৯ সালে ১০ মার্চ লোকসভা নির্বাচনের ঘোষণা হয়েছিল৷ ভোটগ্রহণ শুরু হয়েছিল ১১ এপ্রিল থেকে। সাত দফায় ভোটগ্রহণ পর্ব মিটেছিল ১৯ মে। কেন্দ্রীয় সরকারের এক মন্ত্রীর কথায়, ‘‘গত বারের তুলনায় এক মাস এগিয়ে এনে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই ভোট ঘোষণা করা হতে পারে। সেক্ষেত্রে হাতে আর মাত্র ৬০ দিন৷’’