ঘরের আসবাব থেকে শুরু করে জানলা-দরজার অবস্থান— সব কিছুর উপরেই নির্ভর করছে আপনার ভাগ্য। তেমনটাই জানায় ফেং শ্যুই। পাশাপাশি কোনও কোনও জিনিস ফেলে দিলেও দূর হয় দুর্ভাগ্য।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, কয়েকটি বিষয়ে সচেতন থাকতে বলে ফেং শ্যুই।
ঘরে শুকনো হয়ে যাওয়া মরা গাছ রাখা বিপজ্জনক। এই গাছ দুর্ভাগ্য বয়ে আনে। এমন কিছু আপনার বাড়িতে থাকলে অবিলম্বে ফেলে দিন। শৌচাগারে কমোডের ঢাকনা সব সময় ফেলে রাখুন। ঢাকনা খোলা রাখলে পজিটিভ এনার্জি বেরিয়ে যায়। বাড়িতে ঢোকার দরজা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। ঘরদোর গোছানো রাখুন। অযথা এলোমেলো করে রাখবেন না। এতে নেগেটিভ এনার্জি অবস্থান করে। খারাপ হয়ে যাওয়া টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন কিংবা বিকল ঘড়ি— এই সব দ্রব্য ঘরে রাখবেন না। এতে নেগেটিভ এনার্জির রাজত্ব বাড়ে।