IBPS RRB PO, ক্লার্ক পদের জন্য বিজ্ঞপ্তি জারি, আবেদন করুন এখনই

IBPS RRB PO, ক্লার্ক পদের জন্য বিজ্ঞপ্তি জারি, আবেদন করুন এখনই

26bc295aee2016ddc0758537db066883

 

নয়াদিল্লি: কমন রিক্রুটমেন্ট প্রসেস পরীক্ষার মাধ্যমে আরআরবিএস (সিআরপি আরআরবিএস IX), গ্রুপ ‘এ’ অফিসার (স্কেল ওয়ান, টু এবং থ্রি) এবং গ্রুপ ‘বি’অফিস অ্যাসিসট্যান্ট (মাস্টিপারপাস) নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করল ইনস্টিটিউশন অফ ব্যাংকিং পর্সোনেল সিলেকশন (আইবিপিএস)৷ 

আইবিপিএস-এর অফিসিয়াল ওয়েবসাইটে IBPS RRB 2020 PO এবং ক্লার্ক পদের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে৷ ইচ্ছুক প্রার্থীরা  ibps.in-এ তাঁদের আবেদন করতে পারবেন৷ IBPS RRB PO/Clerk  পদে আবেদনের শেষ তারিখ ২১ জুলাই৷ চূড়ান্ত আপডেট জানার জন্য প্রার্থীদের আইবিপিএস-এর নিজস্ব ওয়েবসাইট www.ibps.in –এ নিয়মিত নজর রাখার সুপারিশ করা হয়েছে৷ রিজিওনাল রুরাল ব্যাংকগুলির শূন্যপদের ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে৷ 

প্রিলিমিনারি পরীক্ষা হবে সেপ্টেম্বর বা অক্টোবর মাসে৷ এই পরীক্ষার জন্য অগাস্ট মাসেই অ্যাডমিট কার্ড দেওয়া হবে৷ পরীক্ষার আগে একটি প্রি-এগজাম ট্রেনিং দেওয়া হবে৷ এর জন্য অ্যাডমিট দেওয়া হবে ১২ অগাস্ট৷ ট্রেনিং হবে ২৪ থেকে ২৯ অগাস্টের মধ্যে৷ প্রিলিমিনারা পরীক্ষায় পাশ করলে মেন পরীক্ষায় বসার সুযোগ পাবেন প্রার্থীরা৷ এর পর হবে ইন্টারভিউ৷ এই বছর ৪৩টি ব্যাংক আইবিএস আরআরবি পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি জারি করেছে৷ করোনা পরিস্থিতিতে সোশ্যাল ডিস্টেনসিং মেনেই নেওয়া হবে পরীক্ষা৷ পরীক্ষার্থীদের নিজস্ব গ্লাভস, এন৯৫ মাস্ক, স্যানিটাইজার (৫০ এমএল) এবং জলের বোতল সঙ্গে রাখতে হবে৷ পরীক্ষার্থীদের ফোনে আরোগ্য সেতু অ্যাপ থাকা বাধ্যতামূলক৷

বয়স- IBPS RRB PO/ Clerk পরীক্ষার স্কেল থ্রি বা সিনিয়র ম্যানেজার পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ স্কেল টু বা ম্যানেজার পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৩২ বছরের মধ্যে৷ স্কেল ওয়ান বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের জন্য আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য ১৮ থেকে ২৮ বছরের প্রার্থীরা আবেদন করতে পারবেন৷ ১জুলাই ২০২০ তারিখের ভিত্তিতে বয়সের হিসাব করা হবে৷ 

শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারীর ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে৷ 

পরীক্ষার ফি- অফিসার (স্কেল ওয়ান, টু এবং থ্রি) পদের জন্য  পরীক্ষার ফি লাগবে ৮৫০ টাকা৷ রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীদের পরীক্ষা ফি লাগবে ১৭৫ টাকা৷ অফিস অ্যাসিসট্যান্ট (মাল্টিপারপাস) পদে পরীক্ষার জন্যও একই ফি ধার্য করা হয়েছে৷ 
 

কী ভাবে আবেদন করতে হবে-
 *প্রথমে আইবিপিএসের অফিসিয়াল ওয়েবসাইট- ibps.in এ যেতে হবে।
* স্ক্রলিং লিঙ্ক ‘অ্যাপ্লাই ফর আরআরবি পিও, ক্লার্ক অ্যাপলিকেশন’-এ ক্লিক করতে হবে৷
* এর পর নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে৷
* ডিটেইলস দেওয়ার পর ‘সেভ অ্যান্ড নেক্সট’-এ ক্লিক করুন৷ 
* সব শেষ ‘ফাইনাল সাবমিট’-এ ক্লিক করুন৷
* অ্যাপলিকেশন সাবমিট করার পর পেমেন্ট-এর অপশন চলে আসবে৷
* ই-রিসিপ্ট এবং ফি ডিটেইলস সহ অ্যাপলিকেশন ফর্মের একটি প্রিন্টআউট বার করে রাখুন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *