স্বাস্থ্য পরিষেবায় ১০ হাজার নিয়োগ করছে রাজ্য সরকার

স্বাস্থ্য পরিষেবায় ১০ হাজার নিয়োগ করছে রাজ্য সরকার

f241e16c4bac7fca8e76a4b990556726

কলকাতা: করোনা-পরবর্তী সময়ে এই প্রথম নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে রাজ্য সরকার৷ স্বাস্থ্য পরিষেবার মান বাড়াতে প্রায় ১০ হাজার চিকিৎসক থেকে শুরু করে নার্স ও টেকনোলজিস্ট পদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর৷

জানা গিয়েছে, স্বাস্থ্যক্ষেত্রে ১০ হাজার শূন্যপদের মধ্যে ৬৫০০ নার্স ও ২৫০০ চিকিৎসক পদে নিয়োগ হবে৷ ইতিমধ্যেই ১০০০ মেডিক্যাল টেকনোলজিস্ট পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে৷ হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যে হবে নিয়োগ৷ স্বাস্থ্য ব্যবস্থার সার্বিক উন্নয়নে লক্ষ্যে নার্স ও চিকিৎসক পদে দ্রুত নিয়োগের সিদ্ধান্ত হয়েছে বলে খবর৷

নার্সং পদের নিয়োগের ক্ষেত্রে হবে ইন্টারভিউ৷ ১৫ জুলাই সেপ্টেম্বর পর্যন্ত চলবে নিয়োগ প্রক্রিয়া৷ জানা গিয়েছে, ইতিমধ্যেই সাড়ে ৮ হাজার আবেদন থেকে সাড়ে ৬ হাজার বাছাই প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকবে হেলথ রিক্রুটমেন্ট বোর্ড৷ নার্সিং পদে নিয়োগের পর সেপ্টেম্বর থেকে শুরু হবে ডাক্তার পদে নিয়োগ৷ হবে ইন্টারভিউ৷ চলতি সপ্তাহ থেকে প্রার্থীদের কাছে কল লেটার পৌঁছনোর প্রক্রিয়া শুরু হচ্ছে বলে খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *