parliament security
নয়াদিল্লি: সংসদে স্মোক বম্ব হামলার ঘটনায় গ্রেফতার মূলচক্রী। বৃহস্পতিবার সন্ধ্যায় সংসদের নিরাপত্তা লঙ্ঘন কাণ্ডের মাস্টারমাইন্ড ললিত মোহন ঝা-কে গ্রেফতার করে দিল্লি পুলিশ৷ জানা গিয়েছে, তিনি নিজেই দিল্লিতে এসে আত্মসমর্পণ করেছেন। বুধবারে সংসদে রং হামলার পর থেকেই তাঁকে হন্যে হয়ে খুঁজছিল দিল্লি পুলিশ। সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে তিনি নিজেই দিল্লির কর্তব্যপাথ এলাকার থানায় গিয়ে আত্মসমর্পণ করেন৷ এর পরেই তাঁকে গ্রেফতার করে পুলিশ। সেই সঙ্গে সংসদে স্মক বোমা হামলার ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ছয়।
বুধবার লোকসভার অধিবেশনে তখন জিরো আওয়ার চলছিল৷ আচমকাই ভিজিটর গ্যালারি থেকে ঝাপিয়ে পড়ে সাগর শর্মা এবং মনোরঞ্জন ডি নাম দুই যুবক৷ রং বোমা হাতে স্পিকারের দিকে ছুটি যান৷ বোমা ফাটতেই সভাকক্ষের মধ্যে হলুদ ধোঁয়া ছড়িয়ে পড়ে৷ আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। কয়েক মিনিটের মধ্যেই অবশ্য তাঁদের ধরে ফেলা হয়৷ কিন্তু এই ঘটনার পরই বাসে চেপে রাজস্থানে পালান ললিত৷ নাগৌরে পৌঁছে দুই বন্ধুর সঙ্গে দেখা করেন এবং একটি হোটেলে রাত কাটান। তবে, ললিত বুঝে গিয়েছিলেন পুলিশ তাঁকে তন্নতন্ন করে খুঁজছে৷ রেহাই পাওয়া মুশকিল।এর পরেই বাসে করে ফের দিল্লিতে ফিরে আসেন এবং আত্মসমর্পণ করেন৷