বড়বড় কথা? পে-কমিশনে অনেক বেতন বেড়েছে, কর্মচারীদের বার্তা মমতার

বড়বড় কথা? পে-কমিশনে অনেক বেতন বেড়েছে, কর্মচারীদের বার্তা মমতার

637f4369e0eca0a17199aa756fd4ef6b

 

কলকাতা: নজরে ২০২১ সালের বাংলা বিধানসভা নির্বাচন৷ নির্বাচনের আগে এটাই তৃণমূলের শেষ একুশে জুলাই শহিদ দিবস পালন৷ করোনা পরিস্থিতির মধ্যে আজ ভার্চুয়াল জনসভার মাধ্যমে দলীয় কর্মীদের বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ একুশের মঞ্চ থেকে এবার সরকারি কর্মচারীদেরও সরাসরি বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ অন্যান্য রাজ্যের সঙ্গে বাংলার বর্তমান পরিস্থিতি তুলে ধরে সরকারি কর্মচারীদের আশ্বস্ত করার চেষ্টা করেন তিনি৷

ভার্চুয়াল জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আপনারা বড়বড় কথা বলেন? আজ আমরা পে কমিশন দিয়েছি৷ চেষ্টা করেছি, আপনাদের সেই টাকা কত বেড়ে গিয়েছে৷ বেতন, পেনশন৷ ৬২ হাজার কোটি টাকা দেনা শোধ করে আমরা এই টাকা দিচ্ছি৷’’

এরপর কেন্দ্রকে খোঁচা দিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের ঘুরিয়ে বার্তা দেন মমতা৷ বলেন, ‘‘এয়ার ইন্ডিয়া টোটাল বিক্রি করে দেওয়া হচ্ছে৷ বলা হচ্ছে, পাঁচ বছরের জন্য কর্মচারীরা ছুটি নিন৷ ৫ বছরে পাবেন না৷ করোনার নাম করে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বন্ধ করে দেওয়া হয়েছে৷ করোনার নাম করে সাংসদ তহবিল বন্ধ৷ সাংসদদের বেতন কেটে নেওয়া হচ্ছে৷ করোনার নাম করে সরকারি কর্মচারীদের বেতন কাটা হচ্ছে৷ কোথাও কোথাও সরকারি কর্মচারীরা মাইনে পাচ্ছেন না৷ আমি গর্বের সঙ্গে বলছি, একমাত্র বাংলা, এখানে দু’লক্ষ কোটি টাকার ঋণ বোঝা নিয়ে যাত্রা শুরু করা বাংলা একমাত্র রাজ্য ১ তারিখে আমরা শিক্ষকদের বেতন, কর্মচারীদের বেতন দিই৷ আমরা সব কাজ করি৷’’

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘অনেকের চাকরি চলে গিয়েছে৷ অনেকে খেতে পারছে না৷ ঘর থেকে বেরোতে পারে না৷ মুখ বন্ধ হয়ে গিয়েছে৷’’ এদিন ২১ জুলাই শহিদ স্মরণ মঞ্চ থেকে ফের একবার নাগরিকত্ব আইনের বিরুদ্ধে সরব হন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ আজ কেন্দ্রকে হুঁশিয়ারি দিয়ে তৃণমূল সুপ্রিমো দাবি, করোনা চলছে বলে মনে করবেন না, আমরা নাগরিকত্ব আইন বিরোধিতা ভুলে গিয়েছি৷ আমরা এই আইন মানবো না৷ এ বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস প্রতিবাদ করবে৷ নাগরিকত্ব আইনের প্রসঙ্গে বলতে গিয়ে এদিন ছিটমহল ও উদ্বাস্তুদের নাগরিকত্বের বিষয়টি তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

জানান রাজ্য সরকার ইতিমধ্যেই ছিটমহল অধিগ্রহণ করেছে৷ ছিটমহলের বাসিন্দাদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হয়েছে৷ একইসঙ্গে উদ্বাস্তুরা ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন৷ ফলে আগামী দিনে নাগরিকত্ব আইনে বিরুদ্ধে তৃণমূলের নেতৃত্বে গোটা দেশজুড়ে আন্দোলন ছড়িয়ে পড়বে বলেও কার্যত হুঁশিয়ারি দিয়ে রেখেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিন অসমে নাগরিক আইন নিয়ে ‘অত্যাচারে’র প্রসঙ্গ তোলেন মমতা৷

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমাদের সরকার করোনার আগে থেকেই ফ্রিতে রেশন দিচ্ছে৷ লকডাউন ঘোষণা হওয়ার আগে থেকেই ফ্রিতে রেশন দেওয়া হচ্ছে৷ আমরা তো আগামী এক বছর ফ্রিতে রেশন দেবে বলেছিলাম৷ আমরা যদি, পরবর্তীতে আবার সরকারে আসি, তাহলে বলে দিচ্ছি, সারা জীবন ফ্রিতে রেশন, ফ্রিতে স্বাস্থ্য, ফ্রিতে শিক্ষা পাওয়া যাবে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *