কোথায় বিরোধী! লোকসভায় অনায়াসে পাস বিতর্কিত নির্বাচন কমিশনার নিযুক্তি বিল

কোথায় বিরোধী! লোকসভায় অনায়াসে পাস বিতর্কিত নির্বাচন কমিশনার নিযুক্তি বিল

lok sabha

নিজস্ব প্রতিনিধি: শীতকালীন অধিবেশন শেষ হওয়ার ঠিক আগেই আরও একটি বিতর্কিত বিল লোকসভায় পাশ করিয়ে নিল কেন্দ্র। যার বিরোধিতায় সরব হয়েছে বিরোধীরা। ঘটনা হল লোকসভায় একের পর এক বিরোধী সাংসদ সাসপেন্ড হয়েছেন। এই আবহের মধ্যে বিরোধী শূন্য লোকসভায় সহজেই পাশ হয়ে গেল নির্বাচন কমিশনার নিযুক্তি বিল। এই বিলটি রাজ্যসভায় আগেই পাশ হয়েছিল। বৃহস্পতিবার লোকসভায় দুই তৃতীয়াংশ বিরোধী সাংসদ উপস্থিত থাকার সময় বিতর্কিত বিলটি পাশ করিয়ে নিল কেন্দ্র।

অর্থাৎ বিলটিতে এবার রাষ্ট্রপতি স্বাক্ষর করলেই সেটি আইনে পরিণত হবে। এই বিলে কি বলা হয়েছে? এবার থেকে মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনার নিয়োগের ক্ষেত্রে প্রধান বিচারপতির ভূমিকা থাকবে না। পরিবর্তিত পরিস্থিতিতে মুখ্য নির্বাচন কমিশনারকে নিয়োগ করবেন প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা এবং প্রধানমন্ত্রীর সুপারিশ করা মন্ত্রিসভার এক সদস্য। এই তিন সদস্যের কমিটি নিয়োগ প্রক্রিয়ায় থাকবেন। যথারীতি বিলটির বিরোধিতা করছে বিরোধীরা। বিরোধীদের দাবি, কমিটিতে সরকারি প্রতিনিধি হিসেবে দু’জন থাকছেন। মাত্র একজন থাকছেন বিরোধী প্রতিনিধি হিসেবে। এর পাশাপাশি বিরোধীদের আরও যুক্তি, এর আগে এই কমিটিতে থাকতেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তাই তাঁকে কেন সরানো হয়েছে, সেটা নিয়ে প্রশ্ন তুলছেন তাঁরা। পাল্টা কেন্দ্রের দাবি, বিরোধী দলনেতাকে সিলেকশন কমিটিতে রাখা হয়েছে। তাই সেখানে নিরপেক্ষতা বজায় থাকছে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার বিলটি পাশ হয়ে যাওয়ার পর সেটি শুধু আইনে পরিণত হওয়ার অপেক্ষা। অর্থাৎ এবার থেকে নির্বাচন কমিশনার নিযুক্ত করার সময় সরকার পক্ষের মতামতই যে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে তা স্পষ্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *