একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করবে NIRDPR, শুরু আবেদন প্রক্রিয়া

একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করবে NIRDPR, শুরু আবেদন প্রক্রিয়া

নয়াদিল্লি:  একাধিক শূন্যপদে প্রার্থী নিয়োগ করবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ রুরাল ডেভলপমেন্ট অ্যান্ড পঞ্চায়েতি রাজ (NIRDPR)৷ প্রতিটি রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলে স্টেট প্রোগ্রাম কো-অর্ডিনেটর, তরুণ ফেলো এবং ক্লাস্টার লেভেল রিসোর্স পার্সনস পদের জন্য তাদের অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে৷ ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা NIRDPR-র অনলাইন ওয়েবসাইটে তাঁদের আবেদন জানাতে পারবেন৷ NIRDPR-র অফিসিয়াল ওয়েবাসাইটটি হল nirdpr.in.৷ আবেদন জানানোর শেষ তারিখ হল ১০ অগাস্ট, ২০২০৷ সত্ত্বর আবেদন করুন৷ 

মোট শূন্যপদ:  
* NIRDPR-র বিজ্ঞপ্তি অনুসারে বিভিন্ন পদে মোট শূন্য স্থান রয়েছে ৫১০টি৷ 

শূন্যপদের বিস্তারিত বিবরণ: 
* ইয়াং ফেলো পদের জন্য রয়েছে ২৫০টি শূন্যপদ৷
* ক্লাস্টার লেভেল রিসোর্স পার্সনস পদের জন্য রয়েছে ৫২০টি শূন্যপদ৷
* স্টেট প্রোগ্রাম কো-অর্ডিনেটর পদের জন্য রয়েছে ১০টি শূন্যপদ৷ 

আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা: 
* এই পদে আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই অর্থনীতি/ রুরাল ডেভলপমেন্ট/ রুরাল ম্যানেজমেন্ট/ রাষ্ট্রবিজ্ঞান/ সমাজ বিজ্ঞান/ সোশ্যাল ওয়ার্ক/ ডেভলপমেন্ট স্টাডিজ বা সমতুল্য যে কোনও বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পাশ করতে হবে৷ 
* ক্লাস্টার লেভেল রিসোর্স পার্সনস পদের জন্য প্রার্থীকে যে কোনও বিষয়ে যে কোনও স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে পাশ করতে হবে৷ 
* ইংরেজি এবং হিন্দি বলা ও লেখার দক্ষতা থাকতে হবে৷ 

আবেদনকারীর বয়স:
*  স্টেট প্রোগ্রাম কো-অর্ডিনেটর পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স ৩০ থেকে ৫০ বছরের মধ্যে হতে হবে৷  
* ইয়াং ফেলো পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স হতে হবে ২৫ থেকে ৩০ বছরের মধ্যে৷
* ক্লাস্টার লেভেল রিসোর্স পার্সনস পদের জন্য প্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে৷ 
এই পদগুলি সম্পর্কে আরও বেশি তথ্য পেতে NIRDPR- র অফিসিয়া বিজ্ঞপ্তিটি দেখুন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + fifteen =