মিলবে না পেনশন, সরকারি কর্মচারীদের স্বেচ্ছাবসর প্যাকেজে ‘আচ্ছে দিনে’র আতঙ্ক

মিলবে না পেনশন, সরকারি কর্মচারীদের স্বেচ্ছাবসর প্যাকেজে ‘আচ্ছে দিনে’র আতঙ্ক

 

নয়াদিল্লি: বিকল্পের হদিশ নেই৷ অর্থসঙ্কটে বেসামাল সরকার৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরও এক দফায় সরকারি সংস্থার বেসরকারিকরণের দিকে ঝাঁপাচ্ছে নরেন্দ্র মোদীর সরকার৷ আনা হচ্ছে সম্পূর্ণ নতুন বিলগ্নিকরণ নীতি৷ আর সেই নীতিতে লাটে উঠতে পারে কর্মীদের পেশনের ব্যবস্থা৷ জারি হতেব পারে চর্চায় স্বেচ্ছাবসর প্যাকেজ৷

এমনিতেই ধুঁকছিল দেশের শিল্প৷ তারউপর এসে জুটেছে করোনা৷ দীর্ঘ লকডাউনের কারণে  জিএসটি আদায় থেকে শুরু করে আমদানি-রপ্তানি শুল্কে বিটার ক্ষতি হয়েছে কেন্দ্রের৷ রাজস্ব সংগ্রহেও চরম ধাক্কা লেগেছে৷ বিপুল অর্থসঙ্কটের মুখে পড়েছে ভারতীয় রেল৷ করোনা-কালে শ্রমিকদের জন্য ট্রেন চালিয়েও রাজ্যগুলির থেকেও ভাড়া আদায় করতে বাধ্য হয়েছে মন্ত্রক৷ পরিস্থিতি এমন হয়েছে, আগামী দিনে কর্মীদের পেনশন কীভাবে দেওয়া হবে, সে ব্যাপারে  অনিশ্চয়তা দানা বেঁধেছে৷ করোনার কারণে পশ্চিম রেলে ইতিমধ্যেই লোকসান হয়েছে প্রায় ২ হাজার কোটি টাকা৷ গোটা দেশজুড়ে রেলের মোট ১৭টি জোনে রয়েছে৷ সেই লোকসানের যোগফলের হাড়প্রমাণ লোকসানের অঙ্ক ভাবেই ঘুম ছুটেছে রেল কর্তাদের৷

অন্যদিকে, চলতি আর্থিক বছরের ২৩টি রাষ্ট্রায়ত্ত সংস্থাকে বেসরকারিকরণের টার্গেট নিয়েছে কেন্দ্র৷ নতুন বিলগ্নিকরণ নীতিও দ্রুত চূড়ান্ত করতে চলেছে কেন্দ্র৷ ওই নীতির অন্যতম লক্ষ্য হতে পারে ব্যাংক, বিমা, রাষ্ট্রায়ত্ত সংস্থাকে এক ছাতার চিনে আনা৷ যাতে ওই সংস্থাকে এক ছাতার নিচে এসে প্যাকেজ দরে বিক্রি করে দেওয়া যায়৷ দ্রুত রূপায়ণের প্রস্তুতিপর্বের মধ্যেই তীব্র হয়েছে কর্মী ছাঁটাইয়ের জল্পনা৷

ভারত পেট্রলিয়াম স্বেচ্ছা অবসর প্রকল্প ঘোষণা করেছে৷ এয়ার ইন্ডিয়ার কর্মীদের বিনা বেতনে ছুটি পাঠানো হচ্ছে৷ সরকারি কর্মীদেরও স্বেচ্ছা অবসরের অফার দেওয়ার সিদ্ধান্ত হচ্ছে৷ রাষ্ট্রায়ত্ত সংস্থা বেসরকারি হয়ে গেলে যে কর্মীরা নতুন মালিকানার সংস্থায় কাজ করতে আগ্রহী নন, তাঁরা স্বেচ্ছা অবসরের আবেদন করতে পারেন৷ কেন্দ্রের নয়া এই ব্যবস্থায় কর্মচারী মহলে ‘আচ্ছে দিনে’র আতঙ্ক তৈরি হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *