কলকাতা: লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজন বহু স্বাস্থ্যকর্মী৷ রাজ্যে বেড়ে চলা বেকারত্ব ও করোনা সংক্রমণ ঠেকাতে এবার জরুরি ভিত্তিতে সরাসরি কর্মী নিয়োগের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
আজ নবান্নে মন্ত্রিসভার বৈঠকে কর্মী নিয়োগের বিষয়ে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়৷ কর্মী নিয়োগের বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন প্রসঙ্গে রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা জানিয়েছেন, ‘‘আজ মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আমরা আগে বলেছিলাম, জুনিয়র ডাক্তারদের সংখ্যা বাড়ানো হবে৷ আজ মন্ত্রিসভা ৫০০ নতুন পোস্টে হাউস স্টাফ পদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে৷’’ এরপর মুখ্যমন্ত্রী মুখ্যসচিবকে সরাসরি নিয়োগের বিষয়টি বলতে বলেন৷
মুখ্যমন্ত্রীর নির্দেশের পর মুখ্যসচিব জানান, ‘‘আরও একটা জিনিস আমরা করেছি, পশ্চিমবঙ্গ হেলথ রিক্রুটমেন্ট বোর্ড ও ওয়েস্টবেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কর্পোরেশন মাধ্যমে স্বাস্থ্য দফতরে আমরা বিভিন্ন টেকনিশিয়ান, চিকিৎসক, নার্স, নিয়োগ করা হয়ে থাকে৷ এখন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আমরা সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করব৷ যেহেতু এখন আমাদের প্রয়োজন অনেক বেশি, সাধারণত যেভাবে নিয়োগ করা হয়ে থাকে, আমরা বিজ্ঞাপন করতামত, তারপর পরীক্ষা হত, সেটা এখন সম্ভব হচ্ছে না৷ জরুরি ভিত্তিতে আমরা আপাতত যতদিন এই সমস্যা হচ্ছে, ততদিন সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে মিউনিসিপাল সার্ভিস কমিশন ও বাকি এলাকার জন্য বিভিন্ন হাসপাতালে জন্য ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে কর্মী নিয়োগ করব৷’’
মোট কত শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে? সাংবাদিকদের জবাবে মন্ত্রীস্বরাষ্ট্র সচিবের কাছে জানতে মুখ্যমন্ত্রী জানতে চান, কত শূন্যপদ? জবাবে স্বরাষ্ট্র সচিব বলেন, ৫০০৷ এবার মুখ্যমন্ত্রী মুখ্যসচিবের উপর উষ্মা প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘৫০০ তো হাউ স্টাফ৷ ওটা নয়৷’’ এরপর স্বরাষ্ট্র সচিব বলেন, ‘‘ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশনে ৫৩ জন মেডিক্যাল অফিসার, হাউস অফ ৫০০ এছাড়া ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশনের ১৮ জন মেডিক্যাল টেকনিশিয়ান নিয়োগ করা হবে৷’’ এবার মুখ্যমন্ত্রী বলেন, ‘‘সঙ্গে হেলথ রিক্রুটমেন্ট বোর্ড আলাদা আছে৷’’ মুখ্যমন্ত্রী ওই মন্তব্য শুনে একই মন্তব্য করেন মুখ্যসচিব৷ পরে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমরা যতটা পারব, ততটা নিয়ে নেব৷ আমার তো লোক লাগবে৷’’