মৃত্যু কখন হবে? দিনক্ষণ সময় বাতলে দেবে ডেথ ক্যালকুলেটর!

মৃত্যু কখন হবে? দিনক্ষণ সময় বাতলে দেবে ডেথ ক্যালকুলেটর!

death calculator

নয়াদিল্লি: মৃত্যু নিয়ে নানা দেশে নানা ধারণা প্রচলিত রয়েছে৷ আমাদের দেশে আবার অধিকাংশ মানুষই বিশ্বাস করেন জ্যোতিষরা নাকি হাত দেখে বলে দিতে পারেন আয়ু আর কতদিন। তবে এটা ডিজিটাল যুগ। প্রযুক্তি দ্রুত গতিতে ছুটছে। মানুষের বুদ্ধি দিয়ে তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা টেক্কা দিচ্ছে মানুষকেই। এবার এআই প্রযুক্তিকে হাতিয়ার নাকি এমন যন্ত্র বানানো হয়েছে যা বলে দিতে পারে মানুষের মৃত্যুর দিনক্ষণ৷ কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বানিয়ে ফেলেছে ‘ডেথ ক্যালকুলেটর’। এই ক্য়ালকুলেটর নাকি হিসেব কষে মানুষের মৃত্যুর দিন পর্যন্ত বলে দিতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + 13 =