কলকাতা: অবশেষে রাজ্য সরকারি কর্মীদের দাবি মেনে জোড়া বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্যের অর্থ দফতর৷ প্রথম বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে রাজ্য সরকারি কর্মচারি ও পেনশনভোগীরা এবার থেকে কোভিড-১৯ সংক্রান্ত চিকিৎসার যাবতীয় বিল তাঁদের ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম বা স্বাস্থ্য প্রকল্পে দেখাতে পারবেন৷ এছাড়াও মেডিক্যাল বিলের জন্য যে সেলফ অ্যাপ্রাইজাল রিপোর্ট (এসএআর) পাঠাতে হয়, ২০১৮-১৯ অর্থ বর্ষের জন্য এবার সেই সময়সীমা বাড়িয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্য অর্থ দফতর৷
আরও পড়ুন- BREAKING: শিক্ষক নিয়োগে জোড়া স্থগিতাদেশ হাইকোর্টে, কাউন্সেলিংয়ে ব্যাপক বদল SSC-র
এর আগে ইতিমধ্যেই ২০১৯-২০ অর্থবর্ষের জন্য এসএআর পাঠানোর মেয়াদ বাড়ানো হয়েছে৷ এবার ১৮-১৯ অর্থবর্ষের জন্য এসএআর পাঠানোর সময়সীমা বাড়ানো হল৷ এই অর্থ বর্ষে রিপোর্টিং অথরিটির জন্য শেষ তারিখ ২১ অগাস্ট,২০২০৷ রিভিউয়িং অথরিটির শেষ তারিখ ৫ সেপ্টেম্বর ,২০২০ এবং অ্যাকসেপ্টিং অথরিটির শেষ তারিখ ২০ সেপ্টেম্বর, ২০২০৷ অর্থাৎ ২০১৮-১৯ অর্থবর্ষের জন্য যাঁরা এখনও রিপোর্ট পাঠাননি, তাঁদের জন্য রিপোর্ট জমা দেওয়ার সময়সীমা বাড়িয়ে দেওয়া হল৷ ২১ অগাস্ট পর্যন্ত এসএআর জমা দেওয়ার সময় পাবেন তাঁরা৷ সেটি রিভিউ করা হবে ৫ সেপ্টেম্বর, ২০২০ এবং ২০ সেপ্টম্বর, ২০২০ পর্যন্ত সময় পাবে অ্যাকসেপ্টিং অথরিটি৷ করোনা পরিস্থিতির কারণেই এই সিদ্ধান্ত বলে সরকারের তরফে জানানো হয়েছে৷
আরও পড়ুন- সরকারি দফতরে ঘুঘুর বাসা? কর্মচারীদের বিরুদ্ধে তদন্তের সার্কুলার
এদিকে ২০১৯-২০ অর্থবর্ষের জন্য এসএআর রিপোর্ট জমা দেওয়ার জন্য রিপোর্টিং অথরিটির শেষ তারিখ ৩১ অক্টোবর৷ তা রিভিউ করা হবে ৩০ নভেম্বর এবং ৩১ জানুয়ারি, ২০২১ পর্যন্ত অ্যাকসেপ্টিং অথরিটি৷
এবার থেকে রাজ্য সরকারের কর্মীরা কোভিড সংক্রান্ত যাবতীয় বিল স্বাস্থ্যবিমা বা ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে দেখাতে পারবেন৷ এই সুবিধা পাবেন রাজ্য সরকারের পেনশনভোগীরাও৷ সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালেও করোনা রোগীর সব চিকিৎসার খরচ বহন করবে রাজ্য সরকার৷