মদ্যপান করলে শরীর যেমন ভিতর থেকে খারাপ হতে থাকে, তেমনই বাইরের সৌন্দর্যেও তার ছাপ পড়ে। কিন্তু ইংল্যান্ডের ব্রিসটল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা অন্য কথাই জানাচ্ছেন।
এক আন্তর্জাতিক ওয়েবসাইট ‘ইয়োরট্যাঙ্গো’-র একটি প্রতিবেদন অনুযায়ী, গবেষকরা জানাচ্ছেন, নিয়মিত পরিমিত মদ্যপান করলে সৌন্দর্য বাড়ে বই কমে না। গবেষকরা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন পড়ুয়াকে মদ না খাওয়া অবস্থার ছবি ও মদ্যপ অবস্থার ছবি দিতে বলেন।
ছবি গুলি দেখে গবেষকরা জানিয়েছেন, মদ না খাওয়া অবস্থার থেকে এক গ্লাস মদ খাওয়ার পরের ছবিগুলিতে ছাত্রছাত্রীদের দেখতে ভাল লাগছে। কিন্তু এক গ্লাসের বেশি মদ পান করার পরে তাদের ততটা ভাল লাগছে না দেখতে। বরং তার থেকে মদ না খাওয়া অবস্থার ছবিগুলি সুন্দর।
এই গবেষণা থেকে গবেষকরা এই সিদ্ধান্তে উপনীত হন যে, এক গ্লাস মদ পান করার পরে চোখের মণি ও গাল হালকা পরিবর্তন দেখা যায় কারণ তখন সেই ব্যক্তি ঝরঝরে বোধ করেন। কিন্তু পরিমাণ বাড়তে থাকলে সৌন্দর্য বাড়ার বদলে বরং কমে।