সুখবর! ৯ হাজার শূন্যপদে কর্মী নিয়োগের ভাবনা নবান্নের! শুরু ওয়াক-ইন ইন্টারভিউ

সুখবর! ৯ হাজার শূন্যপদে কর্মী নিয়োগের ভাবনা নবান্নের! শুরু ওয়াক-ইন ইন্টারভিউ

 

 কলকাতা:  অতিমারী পরিস্থিতিতে সরকারী হাসপাতালগুলি সামলাতে ৩৪০০ চিকিৎসকের পাশাপাশি প্রায় ৯ হাজার স্বাস্থ্যকর্মী নিয়োগের কথা ভাবছে রাজ্য স্বাস্থ্য দফতর। চলতি বছরের শেষ দিকেই এই নিয়োগ প্রক্রিয়ার বেশীর ভাগ অংশ কার্যকরী হবে বলে জানা গেছে। গত সপ্তাহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত জানানোর পরই নিযুক্তির জন্য ওয়াক ইন ইন্টারভিউ শুরু হয়ে গেছে।

সূত্রের খবর, বিশেষ নিয়োগ প্রক্রিয়া অনুযায়ী ১,১৭১জন জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার ১৩৭৪জন বিশেষজ্ঞ নিযুক্ত হবেন। এছাড়াও ৯হাজার ৩৩৩ জন নার্স নিয়োগ করা হবে এই বছরের ভিতর। পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলের প্রেসিডেন্ট নির্মল মাজি জানিয়েছেন ৪৪০০ নার্সের নিয়োগ প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। সেপ্টেম্বরের মধ্যেই বাকি নার্স ও স্বাস্থ্যকর্মীদের নিয়োগ সম্পন্ন হবে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে বিষয়টি সম্পর্কে যথেষ্ট উৎসাহ দেখা গেছে বলে দাবি তাঁর। ব্যাচ করে ইন্টারভিউ নেওয়ার কাজ চলছে। প্রতিদিন প্রায় ৮০ জনের ইন্টারভিউ চলছে বলে নির্মল মাজি জানিয়েছেন।

তিনি বলেন এর ফলে অতিমারী পরিস্থিতিতে ফাঁকফোকড় পূর্ণ করা সম্ভব হবে। মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনও ৫৩জন চিকিৎসক এবং ১৮জন মেডিক্যাল টেকনিশিয়ান নিয়োগ করবে কলকাতা পুরসভার জন্য। হাসপাতাল ও চিকিৎসকরা স্বাস্থ্যকর্মীদের অপ্রতুলতা নিয়ে গলা তোলার পরই এই নিয়োগ প্রক্রিয়া শুরু করা হয়েছে। হাসপাতা্লে প্রচুর শয্যা থাকলেও হাসপাতালের শয্যা তো আর রোগীদের যত্ন নেবে না। বিশেষ এক কনফারেন্সে শহরে বিখ্যাত চিকিৎসক দেবী শেঠি একথা উল্লেখ করে বলেন চিকিৎসক ও নার্সরাই রোগীদের খেয়াল রাখেন।

কিন্তু এখন তাদের সংখ্যা বেশ কম। বড়সড় সিদ্ধান্ত  না নিলে সমস্যায় পড়তে হতে পারে বলে তিনি মনে করেন। সারা দেশজুড়ে স্বাস্থ্যকর্মীদের সংখ্যা এমনিতেই কম বলে দাবি করেছেন আমরি হাসপাতালের গ্রুপ সিইও রূপক বড়ুয়া। তিনি মনে করেন করোনা পরিস্থিতিতে এই সমস্যা আরো সঙ্গীন হয়েছে। সেক্ষেত্রে রেসিডেন্ট চিকিৎসকদের কাজে লাগানোর কথাও তিনি বলেছেন। সব বিষয়ের দিকে নজর রেখে সমস্যা সমাধানের চেষ্টা হচ্ছে বলে জানিয়েছেন নির্মল মাজি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *