কলকাতা: বাংলার বেকার যুবক-যুবতীদের জন্য সুখবর দিল রাজ্য সরকার। রাজ্যের পুরসভাগুলোর একাধিক শূন্যপদের জন্য আবেদনপত্র জমা নেওয়া হবে বলে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে।
আরও পড়ুন- ৩৭টি নিয়োগ পরীক্ষা স্থগিত রাখার ঘোষণা PSC-র, নিযোগে অনির্দিষ্টকাল লকডাউন!
রাজ্য সরকারের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই সমস্ত পদের জন্য চাকুরী প্রার্থীরা বিনমূল্যে আবেদন করতে পারবেন। চাকুরীপ্রার্থীদের নূন্যতম মাধ্যমিক পাশ হতে হবে। পুরুষ ও মহিলা সকলেই এই শূন্যপদে আবেদন করতে পারবেন৷ অনলাইন ছাড়া অফলাইনে আবেদন গ্রহণ করা হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুন- আর হবে না নতুন কোনও নিযোগ, শর্ত চাপিয়ে জোড়া বিজ্ঞপ্তি নবান্নের
৫৩টি মেডিক্যাল অফিসার ও ১৮টি ল্যবরেটরি টেকনিশিয়ানের পদে নিয়োগ৷ মেডিক্যাল অফিসারের জন্য এমবিবিএস পাশ হতে হবে আবেদনকারীকে। সেই সঙ্গে পোস্ট গ্র্যাজুয়েশনও করতে হবে৷ ল্যাবরেটরি টেকনিশিয়ানের জন্য দশম শ্রেণির যোগ্যতা লাগবে৷ সেই সঙ্গে ল্যাবরেটরি টেকনিশিয়ান কোর্সের ডিপ্লোমাধারী হতে হবে৷ প্রথমে লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ যাঁরা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন, তাঁদের ইন্টারভিউয়ের মাধ্যমে বেছে নেওয়া হবে৷ আবেদনের শেষ তারিখ ৪ঠা সেপ্টেম্বর। জেনারেলদের জন্য মোট ২২০ টাকা লাগবে। তফশিলি জাতি ও উপজাতিদের জন্য লাগবে ৭০ টাকা৷