নয়াদিল্লি: ২০২০-২১ এর জন্য নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ করল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি)৷ ইউপিএসসি সিভিস সার্ভিসেস এগজাম ২০২১ –এর বিজ্ঞপ্তি প্রকাশিত হবে ফেব্রুয়ারি ২০২১ সালে৷ পরীক্ষা হবে ২৭ জুন, ২০২১৷ আবেদন করার শেষ তারিখ ২ মার্চ,২০২১৷ সিভিল সার্ভিসেস ২০২১ মেন পরীক্ষা হবে সেপ্টেম্বর মাসে৷ তবে পরিস্থিতির জেরে বিজ্ঞপ্তি, পরীক্ষা শুরুর দিন এবং পরীক্ষা সময় পরিবর্তন হতে পারে বলে ইউপিএসসি’র তরফে জানানো হয়েছে৷
আরও পড়ুন- সিভিল সার্ভিসের মতো কঠিন পরীক্ষায় সফল হওয়ার মন্ত্র দিলেন বিজয়ীরা
পরীক্ষার সূচি অনুযায়ী ইউপিএসসি আইইএস, আইএসএস ২০২১ পরীক্ষা হবে ১৬ জুলাই এবং কম্বাইন্ড জিও-সায়েন্টিস্ট মেন পরীক্ষা হবে ১৭ জুলাই৷ কম্বাইন্ড জিও-সায়েন্টিস্ট ২০২১ হবে ৭ অক্টোবর৷ সিডিএস ২০২১ হবে ২৯ অক্টোবর, সিআইএসএফ এসি ২০২১ হবে ২ ডিসেম্বর এবং ইউপিএসসি এনএ এনডিএ এগজাম হবে ৩০ ডিসেম্বর, ২০২১৷
আরও পড়ুন- স্বাধীনতা দিবসে ১ লক্ষ নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর
২০১৯ সালের ইউপিএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে ৪ অগাস্ট৷ পাশ করেছেন মোট ৮২৯ জন প্রার্থী৷ তাঁরা ইন্ডিয়ান অ্যাডমেনিস্ট্রেটিভ সার্ভিস (আইএএস), ইন্ডিয়ান ফরেন সার্ভিস (আইএফএস), ইন্ডিয়ান পুলিশ সার্ভিস (আইপিএস) এবং সেন্ট্রাল সার্ভিসে যোগ দেবেন৷ এই বছর ইউপিএসসিতে প্রথম হয়েছেন প্রদীপ সিং৷ দ্বিতীয় যতীন কিশোর এবং তৃতীয় প্রতিভা শর্মা৷
ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি) পরিচালিত সিভিল সার্ভিসেস পরীক্ষার তিনটি ধাপ— প্রিলিমিনারি, মেন এবং পার্সোনালিটি টেস্ট (পিটি)। এদের মধ্যে মেন পরীক্ষাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ৷ মেন পরীক্ষা বেশ লম্বা একটি প্রক্রিয়া। পাঁচ দিন পরীক্ষা হয়। সাধারণত প্রতি দিন দুটি ভাগে, তিন ঘণ্টা করে। মাঝে দু’ঘণ্টার বিরতি থাকে।