মেদিনীপুর: ষষ্ঠ বেতন কমিশনে অধীনে রাজ্যের প্রাথমিক শিক্ষকদের বর্ধিত বেতন কাঠামো নিয়ে জটিলতা কাটেনি এখনও। এবার আরও একবার এই সংক্রান্ত জটিলতা, ভুলভ্রান্তি সহ একাধিক বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা চেয়ে জেলা স্কুল পরিদর্শকের কাছে কাছে চিঠি পাঠালো প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন 'উস্থি ইউনাইটেড'।
এক্ষেত্রে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের পাঠানো ২৬.৭.২০১৯ এর নির্দেশিকা নম্বর, 510-SC/P/1011/PS/TET অনুসারে সাম্প্রতিক বর্ধিত হারে দেওয়া বেতন কাঠামোর সুস্পষ্ট ব্যাখ্য চাওয়া হয়েছে।
সংগঠনের দাবি, এই নির্দেশিকার ফলে সিনিয়র টিচাররা অবহেলিত। নতুন পরিকাঠাময় সিনিয়র টিচাররা প্রাপ্য সুবিধাগুলি থেকে বঞ্চিত।
বেতন কাঠামো কার্যকর হওয়ার আগে ১৮ বছর শিক্ষকতায় যুক্তদের সুবিধাগুলি এখনও লেভেল-৯ পর্যায়ে রয়েছে। যেখানে বেতন কাঠামো কার্যকর হওয়ার পরে ১৮ বছর শিক্ষকতায় যুক্তদের বেতন কাঠামোয় সুবিধাগুলি লেভেল-১০ পর্যায়ে পৌঁছেছে। রোপা-১৯ এর অধীনে সমস্ত নিয়ম-নীতি অনুসারে প্রধান শিক্ষকদের উচ্চ স্তরে রাখা উচিত ছিল। ডিএলএডি এবং উচ্চ মাধ্যমিক শিক্ষকদের বেতন কাঠামোর সুস্পষ্ট ব্যাখ্যা নেই বলে অভিযোগ শিক্ষকদের৷ উপযুক্ত পারিশ্রমিক, সদিচ্ছা, দূরত্ব, সিনিয়রিটি,স্বাস্থ্য এবং লিঙ্গ অনুসারে প্রাথমিক শিক্ষকদের বদলির বিষয়েও সুস্পষ্ট ব্যাখ্যা চাওয়া হয়েছে এই চিঠিতে।