সিগারেটের ছাড়তে চাইলে সাহায্য করবে এই ১০টি খাবার

আজ থেকে ঠিক ৩০ দিন পর বিশ্বজুড়ে পালিত হবে ‘ওয়ার্ল্ড নো টোব্যাকো ডে’। এই দিনের মূল উদ্দেশ্য, ২৪ ঘণ্টা তামাক সেবন না করা। কিন্তু, যাঁরা তামাক সেবনে আসক্ত, তাঁদের পক্ষে ২৪ ঘণ্টা তো দূরস্থান, এক ঘণ্টাই হয়ে যায় এক বছরের সামিল। তাঁরা নিজেরাও বোঝেন যে তামাকের ব্যবহার স্বাস্থ্যের পক্ষে যথেষ্ট ক্ষতিকর। ক্যানসারের মতো মারণরোগে আক্রান্ত

10919a7b2207f41a99190f8de7978cbe

সিগারেটের ছাড়তে চাইলে সাহায্য করবে এই ১০টি খাবার

আজ থেকে ঠিক ৩০ দিন পর বিশ্বজুড়ে পালিত হবে ‘ওয়ার্ল্ড নো টোব্যাকো ডে’। এই দিনের মূল উদ্দেশ্য, ২৪ ঘণ্টা তামাক সেবন না করা। কিন্তু, যাঁরা তামাক সেবনে আসক্ত, তাঁদের পক্ষে ২৪ ঘণ্টা তো দূরস্থান, এক ঘণ্টাই হয়ে যায় এক বছরের সামিল। তাঁরা নিজেরাও বোঝেন যে তামাকের ব্যবহার স্বাস্থ্যের পক্ষে যথেষ্ট ক্ষতিকর। ক্যানসারের মতো মারণরোগে আক্রান্ত হওয়ার সমূহ সম্ভাবনা থাকে। তা সত্ত্বেও সিগারেটের মতো নেশার হাত থেকে নিজেদের আটকাতে সক্ষম হন না বেশির ভাগ মানুষ।

গবেষকদের মতে, এমন ১০টি খাবার রয়েছে যা তামাকের ক্ষতিকর দিকটি ‘ডিটক্সিফাই’ করে, কিছুটা হলেও। তার মানে এমনটাও নয় যে, লাগাতার তামাকজাত দ্রব্য সেবন করার পাশাপাশি এই সকল খাবার খেলেও স্বাস্থ্যের ক্ষতি হবে না। দেখে নেওয়া যাক সেই তালিকা—

১। আখরোট
২। হলুদ
৩। গ্রিন টি
৪। আদা
৫। সাইট্রাস জাতীয় ফল— যাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে (আঙুর, পেয়ারা, লেবু, কমলালেবু, স্ট্রবেরি)
৬। বিট ও গাজর
৭। অ্যাভোকাডো
৮। আপেল
৯। রসুন
১০। ফুলকপি, বাঁধাকপি, ব্রকোলির মতো সবজি।

সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুয়ায়ী, বিশ্বের নানা প্রান্তের বিশেষজ্ঞরা মনে করেন, সিগারেটের বদলে ই-সিগারেট খাওয়া তুলনামূলক কম ক্ষতিকর। শিলং-এর নর্থ-ইস্টার্ন হিল ইউনিভারসিটির গবেষক আর এন শরন জানিয়েছেন যে, ই-সিগারেট সেবনে ক্যানসার হওয়ার সম্ভাবনা কমে যায় ৯০ থেকে ৯২ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *