রামমন্দির উদ্বোধনের দিন কোলে আসুক রামলালা! হবু মায়েদের ‘আবদারে’ অস্থির চিকিৎসকেরা

রামমন্দির উদ্বোধনের দিন কোলে আসুক রামলালা! হবু মায়েদের ‘আবদারে’ অস্থির চিকিৎসকেরা

Ram Temple

কলকাতা: আগামী ২২ জানুয়ারি রাম মন্দিরের দ্বারোদ্ঘটন৷ হবে রামলালার প্রাণ প্রতিষ্ঠা৷ এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে চলেছে গোটা দেশ৷ আবেগে ভাসছে সনাতনধর্মীরা৷ এরই মধ্যে হবু মায়েদের আবদার, ওই দিনই সন্তানকে পৃথিবীতে আনবেন তাঁরা৷ তাঁদের ইচ্ছে ঘরে আসুক রামলালা! উত্তরপ্রদেশে চিকিৎসকদের কাছে এমনই আর্জি এসেছে ভূরি ভূরি। রাজ্যের গর্ভবতী মহিলাদের ‘আবদার’ মেটাতে রীতিমতো হিমশিম খাচ্ছে সরকারি হাসপাতালগুলি।

রামমন্দিরের উদ্বোধনের দিনই যোগীরাজ্যের অধিকাংশ অন্ত:সত্ত্বা মহিলা সন্তানকে ভূমিষ্ঠ করতে চাইছেন। এদিকে, একদিনে এত বেশি সিজার ডেলিভারি করা সম্ভব কী ভাবে, তা ভেবেই নাজেহাল হাসপাতালগুলি। বিশেষ দিনে সন্তানের জন্ম দিতে গিয়ে মা বা সদ্যোজাতের কোনও সমস্যা হবে নাতো, সেই চিন্তাও ভাবাচ্ছে চিকিৎসকদের। কারণ অনেকেরই ২২ জানুয়ারির আগে অথবা পরে ডেলিভারির ডেট রয়েছে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × two =