কলকাতা: ইন্টারভিউ দিয়ে পোর্ট ট্রাস্টে চাকরি পাওয়া যাবে। নিজেদের সেন্টানারি হাসপাতালের তিনটি পদের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে পোর্ট ট্রাস্ট। ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমে তিনটি পদে নিয়োগ করা হবে। তবে তিনটি পদের ক্ষেত্রেই চুক্তির মাধ্যমে নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে।
এই তিনটি পদ হল ল্যাব অ্যাসিট্যান্ট। এই পদে তিনটি আসন ফাঁকা আছে। রেডিওগ্রাফার পদে একটি আসন রয়েছে। পুরুষ ইসিজি টেকনিশিয়ানের একটি আসন ফাঁকা আছে বলে বিজ্ঞপ্তিতে জানা গিয়েছে। ৪৫ বছরের জেনারেল প্রার্থীরা এই পদগুলোর জন্য আবেদন করতে পারবেন। এক্স সার্ভিসম্যানদের জন্য বয়স ৫০ করা হবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন- কয়েক হাজার প্রার্থী নিয়োগ করবে ভারতীয় পশুপালন নিগম লিমিটেড
ল্যাবরেটারি অ্যাসিট্যান্ট পদের জন্য 'ওয়েস্ট বেঙ্গল স্টেট মেডিক্যাল ফ্যাকাল্টি' বা কোনও বিশ্ববিদ্যালয় বা ফ্যাকাল্টি বা কাউন্সিল থেকে ইন্টার্নশিপ-সহ কমপক্ষে দু'বছরের ডিএমএলটি (টেক) করতে হবে প্রার্থীদের। নামী কোনও ল্যাবরেটরি বা হাসপাতালে কমপক্ষে এক বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। রেডিওগ্রাফার পদের জন্য প্রার্থীদের কমপক্ষে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। ‘ওয়েস্ট বেঙ্গল স্টেট মেডিক্যাল ফ্যাকাল্টি’ বা কোনও বিশ্ববিদ্যালয় বা ফ্যাকাল্টি বা কাউন্সিল থেকে ইন্টার্নশিপ। নামী কোনও ডায়াগনস্টিক সেন্টার বা হাসপাতালে কমপক্ষে এক বছর কাজের অভিজ্ঞতা।
আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর ঘোষণার ৭ মাস পরেও থমকে শিক্ষক বদলি, ফের বাড়ছে বিদ্রোহ
পুরুষ ইসিজি টেকনিশিয়ান পদের জন্য 'ওয়েস্ট বেঙ্গল স্টেট মেডিক্যাল কাউন্সিল' অনুমোদিত ইসিজি টেকনিশিয়ানের এর বছরের ডিপ্লোমা কোর্স লাগবে। ভালো কোনও সেন্টার বা হাসপাতালে কম করে এক বছরের অভিজ্ঞতা লাগবে বলে জানা গিয়েছে। তিন ক্ষেত্রেই বেতন মাসে সাড়ে ১৭ হাজার দেওয়া হবে। প্রথম দিকে এক বছরের চুক্তি হবে। চুক্তি শেষ হওয়ার আগে পুনরায় চুক্তি করা হবে বলে জানা গিয়েছে। ২৫ থেকে ২৬ অগস্ট পর্যন্ত ইন্টারভিউ চলবে বলে জানা গিয়েছে। সকাল ১০টা থেকে ইন্টারভিউ শুরু হবে বলে জানা গিয়েছে।