গুয়াহাটি: কোনও পরীক্ষা ছাড়াই রেলে অ্যাপ্রেনটিস বা শিক্ষানবীশ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করল রেলওয়ে রিক্রুটমেন্ট সেল (আরআরসি)। অনলাইনে আবেদনের প্রক্রিয়া ইতিমধ্যই শুরু হয়ে গিয়েছে। ১৫ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা যাবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন- ১ বছরের মধ্যেই হবে সমস্ত নিয়োগ, রাজ্য সরকারি নিয়োগে বড় আশ্বাস!
যে কোনও স্বীকৃত বোর্ড থেকে কমপক্ষে ৫০ শতাংশ নম্বর নিয়ে পাশ করা ব্যক্তিরা আবেদন করতে পারবে বলে জানা গিয়েছে। যে বিভাগের জন্য আবেদন করা হবে, সেই বিভাগের 'ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং'য়ের সার্টিফিকেট থাকতে হবে বলে জানা গিয়েছে। কোনও পরীক্ষা নেওয়া না হলেও মেধা তালিকা প্রকাশ করা হবে। মাধ্যমিকের নম্বরের সঙ্গে আইটিআইটিআইয়ের নম্বর যোগ করা হবে। তারপর তার গড় করে মেধা তালিকা প্রকাশ করতে হবে।
আরও পড়ুন- ৪,৪৯৯ শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি উত্তর-পূর্ব সীমান্ত রেলের
জানা গিয়েছে, আবেদনকারীর বয়স ১৫ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে। তফশিলি জাতি, উপজাতি ও ওবিসিদের জন্য অতিরিক্ত পাঁচ বছর ছাড় দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। অনলাইনে আবেদন করতে হবে বলে জানা গিয়েছে। উত্তর-পূর্ব সীমান্ত রেলের অফিসিয়াল সাইড থেকে আবেদন করতে হবে। এখানে আবেদনের ফির জন্য ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড ব্যবহার করা যাবে। জেনারেল পুরুষ ও ওবিসি পুরুষদের জন্য ১০০ টাকা লাগবে। তপশিলি জাতি, উপজাতি ও মহিলাদের জন্য কোনও আবেদন ফি লাগবে না।