কেন্দ্রের জব পোর্টালে রেকর্ড আবেদন, কাজ পেয়েছেন হাতে গোনা কয়েকজন

কেন্দ্রের জব পোর্টালে রেকর্ড আবেদন, কাজ পেয়েছেন হাতে গোনা কয়েকজন

1e5aab0b2440e75701a5db61656393f7

নয়াদিল্লি: দীর্ঘ লকডাউনে করে করোনা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনা না গেলেও চরম দুর্দশার মধ্যে পড়েছেন  পরিযায়ী শ্রমিকরা৷ লকডাউনের কারণে কাজ হারিয়েছেন অসংখ্য মানুষ৷ আনলক পর্ব শুরু করে অর্থনীতির চাকা সচল রাখার চেষ্টা শুরু হলেও লাফিয়ে বাড়ছে বেকারত্ব৷ পরিস্থিতির গুরুত্ব বুঝে গত ১১ জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে চালু হয় সরকারি জব পোর্টাল৷ চালু হওয়ার মাত্র ৪০ দিনে জব পোর্টালে নাম নথিভুক্ত করতে রেকর্ড পরিমাণ আবেদন জমা পড়েছে কেন্দ্রের কাছে৷ কিন্তু, কাজ পেয়েছেন হাতে গোনা কয়েকজন৷

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর হাতে চালু হওয়া ওই জব পোর্টালের নাম আত্মনির্ভর স্কিলড এমপ্লয়ি-এমপ্লয়ার ম্যাপিং বা ‘অসীম’৷ স্কিল ডেভেলপমেন্ট মন্ত্রকের তথ্য বলছে, পোর্টালে নাম নথিভুক্ত করা ৬৯ লক্ষ কর্মপ্রার্থীর মধ্যে কাজের প্রস্তাব পেয়েছেন মাত্র ১ লক্ষ ৪৯ হাজার আবেদনকারী৷ কাজে পেয়েছেন মাত্র ৭ হাজার ৭০০ জন৷

জানা গিয়েছে, কেন্দ্রের জব পোর্টালে বিভিন্ন পেশার জন্য প্রশিক্ষণ দেওয়ার কাজে সহযোগিতা করা হচ্ছে৷ নাম নথিভুক্তদের মধ্যে সবাই যে পরিযায়ী শ্রমিক, তা নয়৷ রয়েছেন বিভিন্ন পেশার বহু কর্মপ্রার্থী৷ লকডাউনে তাঁরা কাজ হারিয়েছেন৷ এতদিন বিভিন্ন সংস্থায় কাজ করার পর এবার তাঁরা কেন্দ্রের পোর্টালের দিকে তাকিয়ে৷ সরকারি পোর্টালের তথ্য বলছে, দেশের ১১৬টি জেলার এই কর্মসূচি চালু হয়েছে৷ পোর্টালে নাম লিখিয়েছে ৫১৪টি সংস্থা৷ ৪৪৩টি সংস্থা ২ লক্ষ ৯২ হাজার চাকরিপ্রার্থীকে প্রস্তাব দিয়েছে৷ মোট ৬৯ লক্ষ আবেদনকারীর মাত্র ২ শতাংশ কাজের প্রস্তাব পেয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *