নতুন জুতো পরলেই ফোস্কা হয়? এড়াবেন কীভাবে?

নতুন জুতো পরলেই পায়ে ফোস্কা পড়ে৷ গোড়ালির পিছনে অথবা বুড়ো আঙুলের ফোস্কা পড়ার আশঙ্কা থাকে৷ কিন্তু, ফোস্কা পড়লে এড়াবেন কীভাবে? নতুন জুতো পরার আগে পায়ে সরষের তেল বা নারকেল লাগিয়ে নিন। এতে পায়ে ফোস্কা পড়া অনেকটাই কমবে৷ নতুন জুতো পরায় ফোস্কা পড়লে সেই জায়গায় অ্যালোভেরা জেল লাগিয়ে নিন। এতে ফোস্কা দ্রুত শুকিয়ে যাবে৷ ফোস্কা পড়লে

89c1a993878ae938f5cf2e8e857b45fa

নতুন জুতো পরলেই ফোস্কা হয়? এড়াবেন কীভাবে?

নতুন জুতো পরলেই পায়ে ফোস্কা পড়ে৷ গোড়ালির পিছনে অথবা বুড়ো আঙুলের ফোস্কা পড়ার আশঙ্কা থাকে৷ কিন্তু, ফোস্কা পড়লে এড়াবেন কীভাবে?

নতুন জুতো পরার আগে পায়ে সরষের তেল বা নারকেল লাগিয়ে নিন। এতে পায়ে ফোস্কা পড়া অনেকটাই কমবে৷ নতুন জুতো পরায় ফোস্কা পড়লে সেই জায়গায় অ্যালোভেরা জেল লাগিয়ে নিন। এতে ফোস্কা দ্রুত শুকিয়ে যাবে৷ ফোস্কা পড়লে ওই জায়গায় দিনে অন্তত ৩ বার মধু লাগান। এতে ফোস্কা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে৷ জুতোর যে জায়গাগুলো খুব শক্ত, পায়ে ঘষা লেগে ফোস্কা পড়তে পারে, সেই জায়গায় ভেসলিন লাগান। এতে জুতোর ওই জায়গাগুলো অনেকটা নরম হবে৷ জুতোর যে জায়গা খুব শক্ত পায়ে ঘষা লেগে ফোস্কা পড়তে পারে, সেই জায়গাগুলোতে টেপ দিয়ে স্পঞ্জ লাগিয়ে নিন৷ ফোস্কা পড়লে তা ফাটাবেন না। যদি ফোস্কা ফেটে যায় সেক্ষেত্রে ক্ষতে অ্যান্টিসেপ্টিক ক্রিম লাগান৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *