ঘন কালো নরম চুল সবারই পছন্দ। তাই চুলের বিভিন্ন প্রকারের সমস্যা মেটাতে আস্থা রাখুন তেলে। যেমন-
১)খুশকির সমস্যা থাকলে জজবা অয়েলও খুব উপকারি। দু’-তিন ফোঁটা এসেনশিয়াল অয়েল যোগ করে নিন জজবার সঙ্গে। এর পর স্কাল্প মাসাজ করুন। খুশকি ও মরামাসের সমস্যা অবশ্যই কমবে।
২)বিকেলে পার্টি বা নিমন্ত্রণ বাড়িতে যেতে গেলে সকালে শ্যাম্পুর পর এক টেবল চামচ অলিভ অয়েল মেখে নিন চুলে। তারপর আবার ঠান্ডা জলে ধুয়ে নিন চুল। তেলতেলে তো নয়ই বরং চকচকে চুল এ বার আপনার হাতে।
৩)আপনার চুলের যত্নে নারকেল তেলের কোন বিকল্প নেই। এর মধ্যে থাকা ফ্যাটি অ্যাসিড চুলকে কন্ডিশনিং করে। নারকেল তেল অল্প গরম করে স্কাল্পে ভাল করে মাসাজ করুন। কিছু ক্ষণ রেখে মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে চুল ধুয়ে নিন।
৪)ক্যাস্টর অয়েলে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিড্যান্ট। চুল পড়া কমাতে খুব কার্যকর। কিছুটা নারকেল তেল বা অলিভ অয়েলের সঙ্গে কয়েক ফোঁটা ক্যাস্টর অয়েল মিশিয়ে চুলে লাগিয়ে সারা রাত রাখুন। তারপর পরের দিন সকালে শ্যাম্পু করে ফেলুন এবং কন্ডিশনার লাগিয়ে নিন।