কর্মসংস্থানে অনেক করেছি আমরা, প্রায় ২ কোটি কর্মসংস্থানের ঘোষণা মমতার

কর্মসংস্থানে অনেক করেছি আমরা, প্রায় ২ কোটি কর্মসংস্থানের ঘোষণা মমতার

কলকাতা: তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে বাংলার কর্মসংস্থান ও সরকারি কর্মচারীদের বেতন প্রসঙ্গে দরাজ ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ আজ ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসের ভার্চুয়াল সভা করেন মমতা৷ সেখানে বাংলার কর্মসংস্থান প্রসঙ্গে তৃণমূল সরকার কী কী পদক্ষেপ নিয়েছে, তার বিস্তারিত ফিরিস্তি তুলে ধরার চেষ্টা করেন তিনি৷ তাৎপর্যপূর্ণ ভাবে ২০২১ সালের নির্বাচনের আগে বাংলায় প্রায় ২ কোটি কর্মসংস্থানের বড়সড় ঘোষণা করেছেন তিনি৷

ভার্চুয়াল সভা থেকে তৃণমূল সুপ্রিমো কেন্দ্রের কর্মসংস্থানের প্রসঙ্গ তোলেন৷ বলেন, ‘‘আজ দেশে চাকরি-বাকরির অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছে৷ সারাদেশে কয়েক কোটি বেকার তৈরি হয়ে গিয়েছে৷ বলেছিল, দু'কোটি করে বেকারকে চাকরি দেব৷ বিজেপি সরকার আজ কত বেকার তৈরি হয়েছে৷’’  এরপর মমতার ঘোষণা, ‘‘আমি মনে করি ছাত্র ছাত্রীরা পড়াশোনা করুন৷ চিন্তা করবেন না, তারপর কী হবে? বাংলায় বলুন তো, সারা ভারতবর্ষে যখন প্রায় ৪২ শতাংশ বেকারি বেড়েছে বাংলায় সেখানে ৪০% বেকারত্ব কমে গেলে কী করে বলুন তো? তার কারণ, মনে রাখবেন, আমরা হাতে কলমে কাজ করায়৷ আমরা খেতে কাজ করায়৷ আমরা মাঠে কাজ করায়৷ আমরা মাটির সৃষ্টি করি৷’’

কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও রাজ্যের উন্নয়নের প্রসঙ্গ তুলে ধরে সরকারি কর্মচারীদের বেতন নিয়েও বার্তা দেন মমতা৷ তৃণমূল সুপ্রিমো বলেন, ‘‘আমাদের প্রতি বছর ৭ হাজার কোটি টাকা দেনা শোধ করতে হচ্ছে৷ আর এই লকডাউনের ফলে ৫২ হাজার কোটি টাকা, যেটা আমাদের আয় হওয়ার কথা ছিল, সেটা উপার্জন হয়নি৷ তা সত্ত্বেও দেখুন অনেক রাজ্য বাধ্য হয়ে বেতন দিতে পারছে না৷ আমরা আমাদের রাজ্য এখনও চালিয়ে যাচ্ছি৷ কেউ বলতে পারবে না, কোনও শিক্ষক-শিক্ষিকারা মাইনে পাননি৷ কোনও সরকারি কর্মচারী বেতন পাননি৷ আমরা কিন্তু এর মধ্যেই চালিয়ে যাচ্ছি৷’’

বাংলায় প্রায় দু’কোটি কর্মসংস্থানে ঘোষণা করে তৃণমূল নেত্রী বলেন, ‘‘বন্ধু, আমাদের বাংলায় কর্মসংস্থানে অনেক করেছে আমরা৷ শুধু ক্ষুদ্র শিল্পে ১ কোটি ৩৬ লক্ষ মানুষকে চাকরি দিয়েছি৷ ৬৫টি শিল্পপার্ক তৈরি করেছে৷ মনে রাখবেন ১ লক্ষ যুবককে ব্যাংক ঋণ আগামী তিন বছরের জন্য দেওয়া হবে৷ মনে রাখবেন, উৎকর্ষ বাংলায় যুবক-যুবতীকে স্কিল ট্রেনিং দেওয়া হয়৷ যারা বাইরে যারা চাকরি করেন, তাঁরা চিন্তা করবেন না৷ আমরা রাজারহাটে সিলিকন হাব তৈরি করছি৷ আরও একশ একর আমাদের জায়গা দিতে হচ্ছে৷ ২০০ একরের এর উপর সিলিকন হাব তৈরি হচ্ছে৷ মনে রাখবেন বানতলা চর্ম শিল্পে ৫ লক্ষ মানুষের কর্মসংস্থান হয়েছে৷ হাওড়ায় অনেকগুলি ছোট শিল্প তৈরি হচ্ছে৷ ওখানে মনে রাখবেন প্রায় ২ লক্ষ ছেলে মেয়ের চাকরি হচ্ছে৷ দীঘাতে আমরা ক্যাবল ল্যান্ডিং স্টেশন তৈরি করার সিদ্ধান্ত নিয়েছি৷ গতকাল৷ এটা জিও করবে৷ সেখানে লক্ষ লক্ষ ছেলে মেয়ের চাকরি হবে৷ পরিকাঠামো বাড়বে৷ অর্থনীতিকে সমৃদ্ধ হবে৷ চাকরি-বাকরি থেকে শুরু করে সবকিছু হবে৷’’


 

তৃণমূল সুপ্রিমোর আরও দাবি, ‘‘দেউচা পাঁচামি কয়লা খনি আমরা তৈরি করছি৷ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কয়লা খনি হচ্ছে৷ বর্ধমান, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ জেলায় কতটা উপকৃত হবে৷ চাকরি বাকরি হবে৷ ওখানে যে বিদ্যুৎ তৈরি হবে, আগামী ১০০ বছরে কোন বিদ্যুৎ সংকট হবে না৷ বিদ্যুতের দাম কমতে শুরু করবে৷ ওয়েস্ট বেঙ্গল বোর্ড ব্যাংকের মাধ্যমেও পাইপ লাইন তৈরি হবে৷ এই পাইপ লাইনের মধ্য দিয়ে লক্ষ লক্ষ মানুষের কাজ হবে৷ আগামী দিনে কর্মসংস্থান হবে বাংলা৷ বিশ্বকে পথ দেখাবে বাংলা৷ এই মহামারীর মধ্যেও মনে রাখবেন আমরা কাজ করছি৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × five =