পুলিশ কর্মীদের জন্য সুখবর, ‘প্রোমোশনাল পলিসি’ চালু রাজ্যের

জঙ্গলমহলের জুনিয়র কনস্টেবলদের জন্য সুখবর। তাদের পদের পদোন্নতির তাগিদে ‘প্রোমোশনাল পলিসি’ চালু করতে চলেছে রাজ্য সরকার। ২০১১ এ তৃণমূল সরকার ক্ষমতায় এসে মাও-অধ্যুষিত জঙ্গলমহলের বেকার যুবক-যুবতিদের চাকরি প্রদানের লক্ষ্যে জুনিয়র কনস্টেবল পদ চালু করে। সেই কারণে এই পদে ন্যূনতম অষ্টম শ্রেণি পাশের যোগ্যতামান রাখা হয়েছিল। এবার এই পদ থেকেই পদোন্নতির সুযোগ মিলবে কর্মীদের।

 

কলকাতা: জঙ্গলমহলের জুনিয়র কনস্টেবলদের জন্য সুখবর। তাঁদের পদের পদোন্নতির তাগিদে ‘প্রোমোশনাল পলিসি’ চালু করতে চলেছে রাজ্য সরকার। ২০১১ এ তৃণমূল সরকার ক্ষমতায় এসে মাও-অধ্যুষিত জঙ্গলমহলের বেকার যুবক-যুবতিদের চাকরি প্রদানের লক্ষ্যে জুনিয়র কনস্টেবল পদ চালু করে। সেই কারণে এই পদে ন্যূনতম অষ্টম শ্রেণি পাশের যোগ্যতামান রাখা হয়েছিল। এবার এই পদ থেকেই পদোন্নতির সুযোগ মিলবে কর্মীদের।

প্রাথমিক ভাবে ২০১২ সালে এই পদে ৫০০০ জনকে নিয়োগ করা হয়েছিল, পরে আরও ৫০০ জন যোগ দেয়। কিন্তু দীর্ঘ ৮ বছর কেটে গেলেও এই পদের পদোন্নতি নিয়ে কোনও কর্মসূচী গ্রহণ করেনি রাজ্য। স্বাভাবিকভাবেই কর্মীদের মধ্যে অসন্তোষ বাড়ছিল। সেকথা জানতে পেরেই নবান্ন শীর্ষকর্তাদের সঙ্গে রাজ্য সরকারের যৌথ ভাবে সংগঠিত ওয়েলফেয়ার বোর্ডের বৈঠক হয়। এখানেই জুনিয়র কনস্টেবলদের পদোন্নতির বিষয়টি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেয় সরকার।

পাশাপাশি নবান্ন সুত্রে খবর, রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের পোশাকের জন্য মাথাপিছু ২০০০ টাকা করে দেওয়ার কথা ভেবেছে সরকার। কারণ হিসাবে বলা হয়েছে, যে টাকা তারা বেতন পান তা থেকে পোশাকের জন্য খরচ করা ভলেন্টিয়ারদের পক্ষে সম্ভব হচ্ছিল না। অন্যদিকে, পুলিশের রেশন ভাতা ১৫০০ টাকা থেকে বাড়িয়ে ২০০০ টাকা করার সিদ্ধান্তও নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। পাশাপাশি এই ভাতা থেকে বঞ্চিত ইন্সপেক্টর, ডিএসপি প্রমুখদের এর আওতায় আনার কথা ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *