৩ হাজার শূন্যপদে ICDS সুপারভাইজার নিয়োগ প্রস্তুতি PSC-র

৩ হাজার শূন্যপদে ICDS সুপারভাইজার নিয়োগ প্রস্তুতি PSC-র

কলকাতা: প্রায় ১ বছর পর সরকারি চাকরির সুযোগ পেতে চলেছে বাংলার ৩ হাজার মহিলা৷ সুসংহত শিশু কল্যাণ প্রকল্প বা আইসিডিএসের সুপারভাইজার পদে নিয়োগ প্রস্তুতি শুরু হয়েচ্ছে৷ ইতিমধ্যেই প্রাথমিক বাছাইপর্ব শেষ করেছে পিএসসি৷

জানা গিয়েছে, ২০১৯ সালে আইসিডিএসের সুপারভাইজার পদে ৩ হাজার আসনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি৷ স্নাতক ডিগ্রিধারী মহিলারা ওই আবেদন করার সুযোগ পেয়েছিলেন৷ ৩ হাজার শূন্যপদে সাড়ে ৩ লক্ষ মহিলা প্রাথমিক পরীক্ষায় বসেছিলেন৷ সেই পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে৷ সাড়ে ৩ লক্ষ প্রার্থীর মধ্যে  ২৯ হাজার ৯৪৭ জন প্রার্থী সফল হয়েছেন বলে খবর৷ এবার শুরু হবে মূলপর্বের বাছাই কাজ৷

পিএসসি সূত্রে খবর, মূল পর্বটি হবে ২টি পর্যায়ে৷ প্রথম পর্বে ৪০০ নম্বরের পরীক্ষা লিখিতর পর ৫০ নম্বরের পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে৷ ৪৫০ নম্বরের ভিত্তিতে প্রার্থীদের চূড়ান্ত মেধাতালিকা তৈরি করবে পিএসসি৷ ওই মেধাতালি অনুযায়ী নারী ও শিশু কল্যাণ দফতরে মিলবে সরকারি চাকরি৷

নিয়োগের পর মাসে ন্যূনতম সাড়ে ২৭ হাজার টাকা বেতন পাবেন সফল প্রার্থীরা৷ পে ব্যান্ড ৩ সুবিধা নিয়ে চাকরি জীবনে প্রবেশ করবেন তাঁরা৷ জানা গিয়েছে, নবান্নের ইচ্ছা ছিল, চলতি বছরের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া শেষ করা৷ কিন্তু সেই পরিকল্পনায় জল ঢেলেছে মহামারী৷ করোনার জেরে পিএসসি পূর্ব নির্ধারিত সব লিখিত পরীক্ষা স্থগিত রাখার ঘোষণা করেছে৷ আইসিডিএস সুপারভাইজার পদের মূল পর্বের লিখিত পরীক্ষা কবে হবে, এখনও অনিশ্চিত৷ তবে, পরিস্থিতির উন্নতি হলে অগ্রাধিকারের ভিত্তিতে নিয়োগ হবে বলে পিএসসি সূত্রে খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + 19 =