যোগ্যতা আছে, কিন্তু সুযোগ নেই! নিয়োগের দাবিতে ফের পথে চাকরি প্রার্থীরা

দীর্ঘ সাত বছর ধরে রাজ্যে থেমে আছে এসএসসির উচ্চ প্রাথমিক স্তরের নিয়োগ প্রক্রিয়া। রাজ্য সরকার গ্রুপ ডি'তে ৬০ হাজার শূন্য পদে কর্মী নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু এখনও পর্যন্ত সে বিষয়ে কোনও পদক্ষেপ নেয়নি রাজ্য। এই অবস্থায় স্কুল শিক্ষক কমিশন তরফে দ্রুত শিক্ষক নিয়োগের দাবিতে আন্দোলনে নেমেছেন রাজ্যের একাধিক চাকরি প্রার্থীরা।

 

নিজস্ব প্রতিবেদন: দীর্ঘ সাত বছর ধরে রাজ্যে থেমে আছে এসএসসির উচ্চ প্রাথমিক স্তরের নিয়োগ প্রক্রিয়া। রাজ্য সরকার গ্রুপ ডি'তে ৬০ হাজার শূন্যপদে কর্মী নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিল৷ কিন্তু এখনও পর্যন্ত সে বিষয়ে কোনও পদক্ষেপ নেয়নি রাজ্য। এই অবস্থায় দ্রুত নিয়োগের দাবিতে আন্দোলনে নেমেছেন রাজ্যের চাকরি প্রার্থীদের একাংশ৷

আন্দোলনে চাকরি প্রার্থীরা

আজ, মঙ্গলবার দিনভর গোটা রাজ্যজুড়ে ডিএম অফিসে গ্রুপ-ডি পরীক্ষার মেধাতালিকায় থাকা অপেক্ষারত প্রার্থীরা ডেপুটেশনও জমা দিন। অপেক্ষারত চাকরি প্রার্থীদের সংখ্যা গোপন রাখা শুরু করে সম্পূর্ণ মেধাতালিকা প্রকাশ না করা, নন-জয়েনিং শূন্যপদে নিয়োগ করার মতো একাধিক অভিযোগ তুলেছেন আন্দোলনকারীরা৷ 

যোগ্যতা থাকলেও নিয়োগের সুযোগ না পেয়ে গালা ফাটিয়ে স্লোগান তুলেছেন চারকিপ্রার্থীদের একাংশ৷ আজ পথে নেমেছিলেন ওয়েস্টবেঙ্গল টিচার্স ক্যান্ডিডেট অ্যাসোসিয়েশনের চাকরিপ্রার্থীরা। তাঁদের অভিযোগ, নবম থেকে দ্বাদশ পর্যন্ত কয়েক হাজার শূন্যপদ পড়ে রয়েছে, তবুও সেখানে নিয়োগ করা হচ্ছে না। এদিকে অপেক্ষারত অবস্থায় তাঁদের বয়স পেরিয়ে যাচ্ছে৷ আন্দোলনকারীরা জানিয়েছেন, এর আগে কলকাতার বুকে একাধিক মৌন মিছিল করলেও পুলিশ দিয়ে তাঁদের ছত্রভঙ্গ করেছে৷ বিএড পাস করা প্রার্থীদের দাবি, সেপ্টেম্বর মাস থেকেই অবিলম্বে নবম থেকে দ্বাদশ শ্রেণির নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে সরকারকে৷ দাবি না মানা হলে, কলকাতা শহরের পথে নেমে আন্দোলন করার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা৷

পথে নেমেছেন আন্দোলনকারীরা

ডেপুটেশনের মাধ্যমে চাকরি প্রার্থীরা দাবি করেছেন, সেপ্টেম্বরে শুরু করে সমস্ত নিয়োগ প্রক্রিয়া বছর শেষের মধ্যেই তা শেষ করতে হবে৷ পাশাপাশি প্রতি বছর এসএসসি পরীক্ষা নিতে হবে। সেক্ষেত্রে ওএমআরের কার্বন কপি পরীক্ষার্থীদের দিতে হবে এবং এমসিকিউ প্রশ্নের মাধ্যমে পরীক্ষা নিতে হবে। পাশাপাশি আন্দোলনকারীরা স্পষ্ট করে দিয়েছেন, যতদিন না তাঁদের দাবি মানা হচ্ছে, ততদিন তাঁদের এই আন্দোলন চলবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 17 =