আলাস্কা: গত সোমবারের ঘটনা। প্রবল ভূমিকম্পে কেঁপে উঠেছিল তুরস্ক। সেই ঘটনার রেশ এখনও কাটেনি। সপ্তাহ ঘোরার আগেই ফের ভূমিকম্পে কেঁপে উঠল সে দেশের মাটি। জানা গিয়েছে, রবিবার ফের তুরস্কে ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪.৭। ভূমিকম্পের উৎসস্থল ছিল তুরস্কের দক্ষিণে অবস্থিত কাহরামানমারাস শহর। প্রসঙ্গত, গত সোমবারের ভয়াবহ ভূমিকম্পে যে শহরগুলি সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল, তার মধ্যে অন্যতম ছিল এই শহর।
রবিবার ফের নতুন করে ভূমিকম্পে কেঁপে কাহরামানমারাস শহর ও সংলগ্ন অঞ্চল। গত সপ্তাহের ভূমিকম্পে কার্যত মৃত্যুপুরী তুরস্ক৷ ধ্বংসস্তুপে পরিণত হয়েথে পার্শ্ববর্তী দেশ সিরিয়া। এই পরিস্থিতিতে নতুন করে ভূমিকম্পের জেরে কতটা ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটনা ঘটল, তা এখনও জানা যায়নি।
আমেরিকার জিওলজিক্যাল সার্ভের তরফে জানানো হয়েছে, রবিবার রাত ১২টা বেজে ৩ মিনিটে ভূমিকম্প হয়৷ ভূমিকম্পের কেন্দ্র ছিল তুরস্কের কাহরামানমারাস শহর থেকে ২৪ কিলোমিটার দূরে৷ রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.৭। ভূপৃষ্ঠ থেকে ১৫.৭ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল৷
গত সপ্তাহের সোমবার ভোররাতে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠেছিল তুরস্ক। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৮। এর কয়েক মিনিট পরেই দ্বিতীয় ভূমিকম্পটি হয়। রিখটার স্কেলে সেই কম্পনের মাত্রা ছিল ৭.৫। উদ্ধারকাজ শুরু হওয়ায় দুই ঘণ্টা পর ফের ৫.৪ মাত্রার তৃতীয় কম্পন অনুভূত হয়। এরপরে বারবার আফটারশ হয়েছে৷ কেঁপেছে তুরস্ক ও সিরিয়া। একের পর এক শক্তিশালী কম্পনের জেরেই রাতারাতি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দুই দেশ। তার উপর প্রবল শীত আর খাদ্যাভাবে পরিস্থিতি শোচনীয় হয়ে উঠেছে৷ ভূমিকম্পের এক সপ্তাহ পার হওয়ার আগে রবিবার ফের বিপত্তি৷ চলছে উদ্ধারকাজ। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারত৷ পাশাপাশি উদ্ধারকারী দল ও ত্রাণসামগ্রী পাঠিয়েছে আমেরিকা, জার্মানি সহ একাধিক দেশ৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>