সুখবর, পুজোর পরেই TET বিজ্ঞপ্তি! ১৫ হাজার শূন্যপদে শিক্ষক নিয়োগের সম্ভাবনা

কয়েক বছর ধরেই রাজ্যে টেট পরীক্ষার নিয়োগ ঝুলে রয়েছে। অবশেষে চাকরিপ্রার্থীদের সুখবর জানিয়ে প্রকাশ করা হল সরকারি বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গে টেট পরীক্ষায় এবার ১৫ হাজারেরও বেশি নিয়োগ করা হবে, এমনটাই জানিয়েছে নবান্ন।

 

কলকাতা: আবেদন জমা নেওয়ার ২ বছর পর প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার দিনক্ষণ এখনও জানাতে পারেনি পর্ষদ৷ শূন্যপদের সংখ্যা কত, তাও জানতে পারেননি চাকরিপ্রার্থীরা৷ কয়েক বছর ধরেই টেট পরীক্ষা ভবিষ্যৎ ঝুলে থাকার পর অবশেষে চাকরিপ্রার্থীদের সুখবর দিতে চলেছে রাজ্য৷ সব কিছু ঠিকঠাক থাকলে পুজো পর ১৫ হাজারের বেশি প্রথমিক শিক্ষক শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া শুরু হতে পারে৷ জারি হতে পারে নতুন বিজ্ঞপ্তি, সঙ্গে পরীক্ষাও৷

শেষবারের মতো ২০১৭ সালে টেট পরীক্ষার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সেখানে পরীক্ষা দেওয়ার আবেদন জানিয়েছিলেন অসংখ্য চাকরি প্রার্থী। প্রশাসন তরফে জানানো হয়েছে, রাজ্যে গত ৩ বছরে টেট পরীক্ষায় আগ্রহ দেখিয়েছেন প্রচুর সংখ্যক প্রার্থীরা। তাঁরা সকলেই চাইছেন, রাজ্যে টেট পরীক্ষায় নিয়োগ দ্রুত চালু হোক। সেই কথা মাথায় রেখে কিছুদিনের মধ্যেই রাজ্য প্রাইমারি টেট পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে৷

সূত্রের খবর, যে সমস্ত শিক্ষার্থীরা ২০১৭ থেকে ২০২০ সালের মধ্যে টেটের আবেদন করেননি, এই দফায় পরীক্ষায় বসার আবেদন করতে পারবেন শুধুমাত্র সেই সব প্রার্থীরাই। সেক্ষেত্রে যাঁরা আগেই ২০১৭ সালে আবেদন করেছিলেন, তাঁদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। ২০১৭ এর আগে আবেদন করা প্রার্থী এবং বর্তমানের আবেদনকারীদের একসঙ্গেই পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছে নবান্ন। পাশাপাশি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছর দুর্গা পুজোর পর টেট পরীক্ষায় দ্রুত নিয়োগের বিষয়ে পদক্ষেপ নেবে রাজ্য। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগেই এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার সিদ্ধান্ত হয়েছে বলে সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর৷ যদিও কেন টেট পরীক্ষা নেওয়া হচ্ছে না, প্রথমিকে শিক্ষক নিয়োগ সংক্রান্ত একাধিক মামলা এখনও ঝুলে হাইকোর্টের এজলাসে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − 10 =