PSC-র অন্দরে ‘ঘুঘুর বাসা’? দুর্নীতির বিরুদ্ধে ফের কর্মপ্রার্থীদের বিদ্রোহ

পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস বা ডব্লুবিসিএস ২০১৬ ও ২০১৭ বর্ষের সীমাহীন দুর্নীতির প্রতিবাদে পাবলিক সার্ভিস কমিশনের বিরুদ্ধে আন্দোলনের ডাক দিলেন চাকরিপ্রার্থীরা। আগামীকাল অর্থাৎ ৪ সেপ্টেম্বর বেলা ১২ টা নাগাদ আন্দোলনকারীরা পাবলিক সার্ভিস কমিশনের উদ্দেশ্যে পথে নামতে চলেছেন।

 

নিজস্ব প্রতিবেদন: পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস বা ডব্লুবিসিএস ২০১৬ ও ২০১৭ বর্ষে দুর্নীতির প্রতিবাদে পাবলিক সার্ভিস কমিশনের বিরুদ্ধে আন্দোলনের ডাক দিলেন চাকরিপ্রার্থীরা। আগামীকাল অর্থাৎ ৪ সেপ্টেম্বর বেলা ১২ টা নাগাদ আন্দোলনকারীরা পাবলিক সার্ভিস কমিশনের উদ্দেশ্যে পথে নামতে চলেছেন।

রাজ্যজুড়ে সিভিল সার্ভিসে চরম দুর্নীতি দেখা গিয়েছে। প্রিলিমিনারি পরীক্ষা না দিয়েই সিভিল সার্ভিসে চাকরি পেয়েছেন একাধিক কর্মী। পাশাপাশি পরীক্ষার নম্বর জানানো হয়নি পিএসসি তরফে। আন্দোলনকারীরা দাবি করেছেন, অবিলম্বে পরীক্ষা না দিয়ে চাকরি পাওয়া কর্মীদের কাজ থেকে বরখাস্ত করে জেলে পাঠাতে হবে। পাশাপাশি পিএসসি অফিসের মধ্যে থেকে যে সমস্ত আধিকারী্রা দুর্নীতির সঙ্গে জড়িয়ে আছেন, তাদেরও শাস্তির দাবি করেছেন আন্দোলনকারীরা।

ব্যক্তিগত নম্বর, রিভাইজ উত্তরপত্র দ্রুত পরীক্ষা, অনলাইন ইন্টারভিউ'য়ের মতো একাধিক দাবিতে আগামীকাল ৪ সেপ্টেম্বর বেলা ১২ টায় 'পিএসসি চলো' আন্দোলনের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। সেখানে তাঁরা ডেপুটেশন জমা দেওয়ার কথাও ভেবেছেন। ইতিমধ্যেই 'পিএসসি দুর্নীতি মুক্ত মঞ্চে'র তরফে ফেসবুক পেজের মাধ্যমে এই আন্দোলনের প্রচার চালাচ্ছেন অন্দোলনকারীরা। ওই পেজে ১৫ হাজারেরও বেশি সদস্য রয়েছেন৷

এক আন্দোলনকারীর কথায়, ‘‘দীর্ঘদিন ধরে রাজ্যে এই বিষয়ে দুর্নীতি চলছে। পরীক্ষা না দিয়েও পিএসসির অফিসার হয়ে যাচ্ছে। এর মধ্যেই পিএসসির এক আধিকারিককে দুর্নীতির অভিযোগে বরখাস্ত করা হয়েছে। দুর্নীতির সঙ্গে জড়িত সকল ব্যক্তির শাস্তি চাই আমরা।’’ পিএসসি দুর্নীতি মুক্ত মঞ্চের আন্দোলনকারীরা এসএসসি, গ্রুপ ডি ইত্যাদিকেও এই আন্দোলনে সামিল করতে চেয়েছেন। পিএসসি'র দুর্নীতির বিরুদ্ধে 'জান কবুল' করতে প্রস্তুত আন্দোলনকারীরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *