তৈরি হল সমুদ্রের উপর দেশের দীর্ঘতম সেতু, জানেন খরচ কত? বৈশিষ্টই বা কী?

তৈরি হল সমুদ্রের উপর দেশের দীর্ঘতম সেতু, জানেন খরচ কত? বৈশিষ্টই বা কী?

India

নয়াদিল্লি:  ২ ঘন্টার দীর্ঘ পথ পার করা যাবে মাত্র ২০ মিনিটে৷ দেশের দীর্ঘতম সমুদ্রসেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ মুম্বইয়ের সঙ্গে নবি মুম্বইকে সমুদ্র পথে জুড়ে দিল অটল সেতু৷ শুক্রবার এই সেতুর উদ্বোধনে উপস্থিত ছিলেন মহারষ্ট্রের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী। শুক্রবার এই সেতুর উদ্বোধন হলেও, এখনই এই পথে যান চলাচল করবে না৷ তবে বেশি দিনের অপেক্ষা নয়। আগামী কয়েকদিনের মধ্যেই ২১.৮ কিলোমিটার লম্বা এই সেতুর উপর দিয়ে ছুটবে গাড়ি। প্রায় ১৮ হাজার কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছে এই সমুদ্রসেতু। অটল সেতু গড়তে লেগেছে ১,৭৭,৯০৩ মেট্রিক টন লোহা এবং ৫,০৪, ২৫৩ মেট্রিক টন সিমেন্ট৷ এই সেতু কাছাকাছি এনে দেবে মুম্বই ও নবি মুম্বইকে৷ এছাড়াও মুম্বই থেকে পুনে, গোয়া এবং দক্ষিণ ভারতে ভ্রমণের সময়ও অনেকটাই কমিয়ে দেবে অটল সেতু। সমুদ্রের উপর এত বড় সেতু এ দেশে আর নেই৷ 

শুক্রবার মহারাষ্ট্র সফরে গিয়ে মুম্বই ট্রান্স হারবার লিঙ্ক (এমটিএইচএল)-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর নামে সেতুটির নামকরণ করা হয়েছে৷ এর পুরো নাম— ‘অটলবিহারী বাজপেয়ী সেওয়ারি-নভ সেবা অটল সেতু’৷

সরকারি বিবৃতি অনুযায়ী, এই সেতুর দৈর্ঘ্য ২১.৮ কিলোমিটার। এর মধ্যে ১৬.৫ কিলোমিটার পথ সমুদ্রের উপর দিয়ে গিয়েছে। বাকি ৫.৫ কিলোমিটার গড়ে উঠেছে স্থলভাগের উপর৷ অটল সেতুতে রয়েছে ছ’টি লেন। দীর্ঘ এই সেতুটি তৈরিতে খরচ হয়েছে ১৭ হাজার ৮৪০ কোটি টাকা। এর মধ্যে বড় অংশ ঋণ নেওয়া হয়েছে। এই সেতুর অন্যতম বৈশিষ্ট্য হল এর নিচ দিয়ে বিশ্বের সবচেয়ে বড় কার্গো জাহাজ অনায়াসেই চলাচল করতে পারবে।

সরকারি বিবৃতি অনুযায়ী, অটল সেতু ধরে অনেক কম সময়ে মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নভি মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে যাওয়া যাবে। মুম্বই বন্দর এবং নভি মুম্বইয়ে জওহরলাল নেহরু বন্দরের মধ্যেও কম সময়ে যাতায়াত করা যাবে।

আগে মুম্বই থেকে নভি মুম্বই যেতে সময় লাগত দু’ঘণ্টা। রাস্তায় তীব্র যানজটের জেরে ভোগান্তি আরও বাড়ত বৈকি৷ তবে এই সেতু ধরে এর পর ২০ মিনিটে মুম্বই থেকে নভি মু্ম্বই পৌঁছে যাওয়া যাবে। প্রতি দিন নভি মুম্বই থেকে মুম্বইয়ে চাকরি বা পড়াশোনার জন্য বহু মানুষ আসেন। যানজটের কারণে অনেকেই  সড়কপথ এড়িয়ে ট্রেনে যাতায়াত করতেন। অটল সেতু চালু হয়ে গেলে সেই সমস্যার সমাধান হয়ে যাবে৷ শুধু সময়ই নয়, বাঁচবে খরচও৷ কম করে ৫০০ চাকার সাশ্রয় হবে৷ তবে অটল সেতু দিয়ে যাতায়াতের জন্যে দিতে হবে টোল ট্যাক্স৷ যাওয়ার সময় লাগবে ২৫০ টাকা৷ একই দিনে ফিরতে গেলে লাগবে আরও কিছুটা বেশি টোল৷ 

মুম্বই পুলিশের তরফে জানানো হয়েছে, অটল সেতুর উপর দিয়ে চার চাকার গাড়ির সর্বোচ্চ গতিবেগ থাকবে ঘণ্টায় ১০০ কিলোমিটার৷ এর চেয়ে বেশি গতিতে গাড়ি চালানো যাবে না৷ তবে সেতুতে ওঠা এবং নামার সময় গাড়ির গতিবেগ রাখতে হবে ৪০ কিলোমিটার৷ সেতুর উপর দিয়ে বাইক, অটো বা ট্রাক্টর চলাচল করতে পারবে না৷ বাস, মিনিবাস, ট্যাক্সি ও গাড়ি চলাচল করতে মাত্র৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + six =