সরকারি চাকরি পরীক্ষায় আমূল পরিবর্তন আনতে বদ্ধপরিকর মোদী সরকার

ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি বা এনআরএ'য়ের ক্ষেত্রে একাধিক সংস্কার আনতে চলেছে মোদী সরকার। নির্ধারিত বয়সসীমার মধ্যে একাধিকবার চাকরির পরীক্ষায় বসতে পারবেন প্রার্থীরা। নতুন নিয়মে পরীক্ষার্থী তাঁর পছন্দমতো দিনেই পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। রেল, ব্যাঙ্ক ও অন্যান্য সরকারি দফতর – সব ক্ষেত্রেই এই সংস্কার আনতে চলেছে কেন্দ্র।

 

কলকাতা: ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি বা এনআরএ'য়ের ক্ষেত্রে একাধিক সংস্কার আনতে চলেছে মোদী সরকার। নির্ধারিত বয়সসীমার মধ্যে একাধিকবার চাকরির পরীক্ষায় বসতে পারবেন প্রার্থীরা। নতুন নিয়মে পরীক্ষার্থী তাঁর পছন্দমতো দিনেই পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। রেল, ব্যাঙ্ক ও অন্যান্য সরকারি দফতর – সব ক্ষেত্রেই এই সংস্কার আনতে চলেছে কেন্দ্র। প্রত্যন্ত অঞ্চলের প্রার্থীরা যাতে অনলাইন পরীক্ষা দেওয়ার সুযোগ পান, সে কথাও ভাবা হয়েছে এই সংস্কারে। পাশাপাশি শক্তিশালী পরিকাঠামো গড়ে তুলতে এবং আগামী ৩ বছরের খরচ বাবদ মোট ১৫০০ কোটি টাকা বরাদ্দ করেছে মোদী সরকার।

সম্প্রতি আইনি ভাবে প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণে থাকা কর্মিবর্গ মন্ত্রক এনআরএ গঠন সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করেছে৷ তাতে বলেছে, বছরে দু’বার এই ধরনের প্রাথমিক যোগ্যতা নির্ধারণের জন্য পরীক্ষা নেবে এজেন্সি। পরবর্তীকালে এই পরীক্ষার সংখ্যা বাড়ানো হবে বলেও ঘোষণা করা হয়েছে। এখন থেকে ব্যাঙ্ক, রেল ও সরকারি বিভিন্ন দফতরে গ্রুপ বি ও গ্রুপ সি স্তরের বিভিন্ন পদের জন্য কমন এলিজিবিলিটি টেস্ট বা সেটে'র ব্যবস্থা করবে এনটিএ। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এবং স্নাতক পাশ পরীক্ষার্থীদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আলাদা আলাদা পরীক্ষার ব্যবস্থা করা হবে।

ওই নির্দেশিকায় সদস্যদের নিয়ে গভর্নিং বডি তৈরির কথাও বলা হয়েছে। সেক্ষেত্রে গভর্নিং বডিকে সবসময়েই সরকারের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করতে হবে। ওই গভর্নিং বডির চেয়ারম্যান পদে থাকবেন কেন্দ্রীয় সরকারি সচিব পদমর্যাদার একজন আধিকারিক। তিনিই গভর্নিং বডির সভাপতি মনোনিত হবেন। পাশাপাশি ব্যাঙ্ক, রেল ও স্টাফ সিলেকশন কমিশনের তিন চেয়ারম্যান, কর্মিবর্গ দফতরের সচিব, রেল ও অর্থমন্ত্রকের প্রতিনিধি এবং শিক্ষা জগতের সঙ্গে যুক্ত দু’জন বিশিষ্ট ব্যক্তি সদস্য হিসাবে উপস্থিত থাকবেন। সদস্য-সচিবের দায়িত্ব পালন করবেন এনআরএ'য়ের কন্ট্রোলার অফ এগজামিনেশন।

ভারতজুড়ে একাধিক সংস্থার পরিকাঠামো শক্তিশালী করতে চাইছে কেন্দ্র। সেই কারণে  দিল্লির সদর কার্যালয় ছাড়াও ৬টি আঞ্চলিক দফতর চালু করার সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। জেলাভিত্তিক কার্যালয় স্থাপনের চিন্তাও করেছে কেন্দ্র। এজেন্সির মোট সাতটি অভ্যন্তরীণ বিভাগ চাকরির পরীক্ষা গ্রহণের কাজ ভাগ করে নেবে। বিভিন্ন কেন্দ্রীয় সরকারি মন্ত্রক ও অফিস থেকে ডেপুটেশনে কর্মী-অফিসারদের এজেন্সিতে নিয়োগ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *