নয়াদিল্লি: চাকুরিপ্রার্থীদের লাগাতার বিক্ষোভের মাঝেই দীর্ঘ ১৭ মাস পর এনটিপিসি পরীক্ষার দিন ঘোষণা করল রেল। পাশাপাশি, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বা আরআরবি, ২০১৯ সালের জানুয়ারি মাসের সিইএন আওতায় থাকা লেভেল-১ এবং আইসোলেটেড অ্যান্ড মিনিস্টেরিয়াল ক্যাটেগরির পরীক্ষাও ১৫ ডিসেম্বর থেকে শুরু করার সিদ্ধান্ত নিল।
রেলমন্ত্রী পীযূষ গোয়েল শনিবার টুইটারে একটি ভিডিও পোস্ট করেন। যেখানে রেল বোর্ডের অধিকর্তা জানিয়েছেন, ২০১৯ সালের এনটিপিসি, আইসোলেটেড অ্যান্ড মিনিস্টেরিয়াল এবং লেভেল-১ ক্যাটেগরিতে ১ লক্ষ ৪০ হাজার ৬৪০ টি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। সেখানে ২ কোটি ৪০ লক্ষেরও বেশি আবেদন জমা পড়ে। ইতিমধ্যেই সেই আবেদনের স্ক্রুটিনির কাজ হয়ে গিয়েছে। কিন্তু লকডাউনের ফলে পরীক্ষার কাজ থেমে যায়।
বর্তমানে করোনা পরিস্থিতির মধ্যেও সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা বা নিট এবং সর্বভারতীয় জয়েন্ট প্রবেশিকা বা জেইই-মেন পরীক্ষার সাফল্যের দিকটি বিবেচনা করেই ৩ ক্যাটেগরির পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেল, এমনটাই জানান রেল বোর্ড অধিকর্তা। আগামী ১৫ ডিসেম্বর থেকে পরীক্ষা শুরু করার জন্য খুব শীঘ্রই একটি নির্দেশিকা পেশ করা হবে রেলের তরফে।
২০১৯ সালের ২৩ ফেব্রুয়ারি একটি নির্দেশিকায় জানানো হয়েছিল, আরআরবি লেভেল-১ ক্যাটেগরিতে শূন্যপদের সংখ্যা ১ লক্ষেরও বেশি। অপরদিকে, এনটিপিসি পদে মোট ৩৫ হাজার ২৭৭ জনকে নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিল রেল। সেই কথা মাথায় রেখেই ২০১৯ সালের জুন থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এনটিপিসি'র প্রাথমিক পর্যায়ের পরীক্ষা নেওয়ার কথা হয়েছিল। কিন্তু বাস্তবে তা ক্রমশ পিছিয়ে যায়। এরপর রেল তরফে এই বিষয়ে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। স্বাভাবিক ভাবেই আবেদনকারীদের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে। কয়েকদিন ধরেই এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় বিক্ষোভ করেছেন আবেদনকারীরা। টুইটারে হ্যাশট্যাগের মাধ্যমে 'স্পিক আপ ফর এসএসসি রেলওয়ে স্টুডেন্টস' নাম দিয়ে প্রচার চালাতে থাকেন আবেদনকারীদের একাংশ। ফেসবুক-ইনস্টাগ্রামও বাদ যায়নি। এবার ধৈর্যের বাঁধ ভেঙে, অবশেষে রেল তরফে পরীক্ষার দিন ঘোষণা করায় খানিক স্বস্তির নিশ্বাস ফেলছেন আবেদনকারীরা।