নয়াদিল্লি: ভারত সরকারের উপভোক্তা বিষয়ক দফতর ও খাদ্য ও জন বিতরণ মন্ত্রকের আওতাধীন বিধিবদ্ধ সংস্থা ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস বা বিআইএস'য়ে গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ সি'তে মোট ১৭১টি শূন্যপদে হবে নিয়োগ। এই নিয়োগের জন্যে আগামী ৮ নভেম্বর সম্ভাব্য পরীক্ষার দিন ঘোষণা করা হয়েছে দফতর তরফে। বিআইএস সদর দফর, নয়াদিল্লি এবং দেশে অবস্থিত বিআইএস অফিস গুলিতে এই নিয়োগ করা হবে। ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আবেদনের শেষ তারিখ ২৬ সেপ্টেম্বর ধার্য হয়েছে।
বিআইএস এর যে যে পদ গুলিতে নিয়োগ হতে চলেছে সেগুলি গ্রুপ ভিত্তিক ভাবে জানানো হল-
গ্রুপ এ —
অর্থ সহকারী পরিচালক, নিয়োগ হবে ১, আইনি সহকারী পরিচালক, নিয়োগ হবে ১, বিপণন সহকারী পরিচালক, নিয়োগ হবে ১, গ্রন্থাগার সহকারী পরিচালক, নিয়োগ হবে ১।
গ্রুপ বি —
সহকারী বিভাগের কর্মকর্তা, নিয়োগ হবে ১৭, ব্যক্তিগত সহকারী, নিয়োগ হবে ১৬, জুনিয়র অনুবাদক (হিন্দি) নিয়োগ হবে ১।
গ্রুপ সি —
গ্রন্থাগার সহকারী, নিয়োগ হবে ১, স্টেনোগ্রাফার, নিয়োগ হবে ১৭, সিনিয়র সচিবালয়ের সহকারী, নিয়োগ হবে ৭৯, জুনিয়র সচিবালয়ের সহকারী, নিয়োগ হবে ৩৬।
অর্থাৎ গ্রুপ এ এর মোট ৪ টি পদে ৪ জন নিয়োগ হবে, গ্রুপ বি এর ক্ষেত্রে মোট ৩ টি পদে ৩৪ জন নিয়োগ হবে এবং গ্রুপ সি এর ক্ষেত্রে মোট ৪ টি পদে ১৩৩ জনকে নিয়োগ করা হবে।
সংস্থার তরফে প্রত্যেক পদের কর্মীদের বেতন তালিকাও আলাদা ভাবে প্রকাশ করা হয়েছে। সংস্থা জানিয়েছে, গ্রুপ এ পদের কর্মীদের স্তর ভিত্তিক ৫৬ হাজার ১০০ টাকা থেকে ১ লক্ষ ৭৭ হাজার ৫০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। অন্যদিকে গ্রুপ বি এর ক্ষেত্রে স্তর ভিত্তিক বেতনের পরিমাণ ৩৫ হাজার ৪০০ টাকা থেকে ১ লক্ষ ১২ হাজার ৪০০ টাকা। আবার গ্রুপ সি এর কর্মীদের ক্ষেত্রে ৪টি পদ ভিত্তিক বেতন কাঠামো জানানো হয়েছে। এক্ষেত্রে গ্রন্থাগার সহকারীদের মাসিক বেতন ২৯ হাজার ২০০ টাকা থেকে ৯২ হাজার ৩০০ টাকা, স্টেনোগ্রাফার পদের বেতন ২৫ হাজার ৫০০ টাকা থেকে ৮১ হাজার ১০০ টাকা, সিনিয়র সচিবালয়ের সহকারী পদের কর্মীদের মাসিক বেতন দেওয়া হবে ২৫ হাজার ৫০০ টাকা থেকে ৮১ হাজার ১০০ টাকা, এবং জুনিয়র সচিবালয়ের সহকারীদের ক্ষেত্রে মাসিক এই বেতনের পরিমাণ ১৯ হাজার ৯০০ টাকা থেকে ৬৩ হাজার ২০০ টাকা।
আবেদন করার জন্য সংস্থার তরফে নির্দিষ্ট ওয়েবসাইট বলে দেওয়া হয়েছে। www.bis.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে। আবেদন করার জন্যে এই ওয়েবসাইটে ফর্ম পূরণ করে প্রত্যেক আবেদনকারীকে ৫০০ টাকা দিতে হবে অনলাইন ব্যাঙ্কিং এর মাধ্যমে। তফসিলি জাতি ও উপজাতি, এসসি, এসটি, ওবিসিদের এই ফর্মের জন্যে কোনও অর্থ প্রদান করতে হবে না। পরীক্ষার অ্যাডমিট কার্ড সম্ভাব্য ২০ অক্টোবর তারিখে দিয়ে দেওয়া হবে বলে সংস্থা জানিয়েছে।