পশ্চিম বর্ধমান: পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েতে অস্থায়ী পদে কর্মী নিয়োগ করা হবে। তার জন্যে আবেদন কর্মসূচির কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ১০০ দিনের কাজ। প্রধানমন্ত্রী আবাস যোজনা ও জাতীয় সামাজিক সহায়তা প্রকল্পের জন্যে কর্মী নিয়োগের কথা জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করল দফতর। ৪ সেপ্টেম্বর থেকে এই বিভাগে আবেদনের কাজ শুরু হয়েছে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ হিসাবে ১৬ সেপ্টেম্বর ধার্য করা হয়েছে।
পশ্চিম বর্ধমান জেলার রানিগঞ্জ, বারাবনি ও জামুড়িয়া গ্রাম পঞ্চায়েতে এই নিয়োগ করা হবে। দৈনিক মজুরি ভিত্তিতে কর্মীদের প্রতিদিন ৪৮০ টাকা করে দেওয়া হবে। এক্ষেত্রে মাসিক বেতন কার্যকর করা হবে না। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আবেদনকারীর বয়স ২০২০ সালের ১ জানুয়ারির মধ্যে অবশ্যই ১৮ বছর হতে হবে এবং এই কাজের জন্য আবেদনকারীকে ন্যূনতম দশম শ্রেণি পাশ করতে হবে। সংস্থা তরফে বলা হয়েছে আবেদনকারীর জব কার্ড থাকলে ও আবেদনকারী আগে কোনও সামাজিক নিরীক্ষার কাজে যুক্ত থাকলে অগ্রাধিকার পাবেন। পাশাপাশি আবেদনকারীকে স্ব-নির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত থাকতে হবে। সেক্ষেত্রে আবেদনকারী কোনও ভাবেই গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্য, কর্মী ও সুপারভাইজার হতে পারবেন না। পাশাপাশি আবেদনকারী যদি কোনও সরকারি বা বেসরকারি ক্ষেত্রে, স্থায়ী বা অস্থায়ী পদে যুক্ত থাকেন সেক্ষেত্রে তাঁর আবেদনপত্র বাতিল করা হবে।
আবেদন প্রক্রিয়া অনলাইন মাধ্যমে হবে না। এক্ষেত্রে তাঁকে দফতর থেকে ফর্ম তুলে সেই ফর্ম পূরণ করে জেলা আধিকারিকের কার্যালয়ে জমা দিতে হবে। আগামী ১৬ সেপ্টেম্বরের মধ্যে সেই ফর্ম কার্যালয়ে সকাল ১১ টা থেকে বিকাল ৪ টের মধ্যে জমা দিতে হবে। নির্দিষ্ট ড্রপ বক্সে আবেদনকারীকে সেই ফর্ম জমা দিতে হবে। ফর্মটি একটি মুখবন্ধ খামে ভরে সেই খামের ওপর প্রার্থী ও গ্রাম পঞ্চায়েতের নাম লিখে ড্রপ বক্সে জমা দিতে হবে।
আবেদন জমা দেওয়ার ঠিকানা খামের ওপর লিখতে হবে।
জেলা সামাজিক নিরীক্ষা দফতর
তৃতীয় দল, অসামরিক প্রতিরক্ষা ভবন (সিভিল ডিফেন্স বিল্ডিং)
জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগ, পশ্চিম বর্ধমান জেলা।