নয়াদিল্লি: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। মহামারীর মধ্যেই চলতি বছর প্রায় ১৪ হাজার কর্মী নিয়োগ করতে পারে ভারতীয় স্টেট ব্যাঙ্ক। সম্প্রতি এসবিআই একটি বিজ্ঞপ্তি জারি করে এমনই দাবি জানিয়েছে৷ স্টেট ব্যাঙ্ক তরফে মুখপাত্র বলেছেন, সম্প্রতি একাধিক সংবাদ মাধ্যমে স্টেট ব্যাঙ্কের স্বেচ্ছাবসর নিয়ে যে খবর প্রকাশ করেছে তারই পরিপ্রেক্ষিতে এই ঘোষণা বলে মনে করা হচ্ছে৷
যে সমস্ত ব্যাঙ্ক কর্মীদের শারীরিক বা পারিবারিক সমস্যা রয়েছে কিংবা যে কর্মীরা ব্যাঙ্ক ছেড়ে অন্য পেশায় যেতে চাইছেন অথবা যাতায়াতের সমস্যা হওয়ার দরুন যে কর্মীরা ব্যাঙ্কে আসতে পারেন না, তাঁদের জন্য স্টেট ব্যাঙ্ক স্বেচ্ছা অবসরের সুবিধা দেওয়ার কথা ভেবেছিল। ভারতীয় স্টেট ব্যাঙ্ক তরফে ওই বিবৃতিতে বলা হয়েছে, বর্তমানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সমস্ত শাখা মিলিয়ে দেশে মোট ২ লক্ষ ৫০ হাজার কর্মী রয়েছেন। ব্যাঙ্ক তরফে সেই সমস্ত কর্মীদের জীবনযাত্রার পথ সুগম করা পাশাপাশি তাঁদের সুবিধা ও অসুবিধার দিকগুলি বিবেচনা করা ব্যাঙ্কের দায়িত্বের মধ্যে পড়ে। আর বরাবরই সেই সমস্ত সমস্যাকে মূল থেকে নিশ্চিহ্ন করতে চায় স্টেট ব্যাঙ্ক কর্তৃপক্ষ।
এরপরেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে বিবৃতিতে বলা হয়, ভবিষ্যতে স্টেট ব্যাঙ্কের কর্মকাণ্ড আরও বিস্তার করার লক্ষ্যমাত্রা রয়েছে। আর তার জন্যে দরকার আরও বেশি দক্ষ কর্মী। সেই দিক চিন্তা করেই চলতি বছর স্টেট ব্যাঙ্ক ১৪ হাজার কর্মী নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি বর্তমান সকল কর্মীদের দায়বদ্ধতা নিজের কাঁধে নিয়েছে স্টেট ব্যাঙ্ক। পাশাপাশি দেশের বিপুল সংখ্যক তরুণ কর্মহীনদের প্রশিক্ষিত ও দক্ষ করে তোলার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে এসবিআই কর্তৃপক্ষ। ব্যাঙ্ক তরফে জানানো হয়েছে, ভারত সরকারের 'ন্যাশনাল অ্যাপ্রেন্টাইসশিপ স্কিম' অনুযায়ী, একমাত্র স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ারই প্রশিক্ষণ দেওয়ার সুযোগ রয়েছে।